

শীতে অসহায় মানুষের জন্য ভিন্ন এক উদ্যোগ নিয়েছে দেশের বৃহত্তর রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’। অসহায় মানুষের মধ্যে সবচেয়ে মানবেতর জীবনযাপন করেন বাড়ি-ঘর হারানো মানুষরা। রাতে তাদের জন্য শীতে অস্থায়ীভাবে আউটলেটে রাত্রিযাপন ও খাবারের ব্যবস্থা করে দিচ্ছে ‘স্বপ্ন’।
এরইমধ্যে ঢাকার বাইরের বেশকিছু আউটলেটে থাকার ব্যবস্থা করেছে প্রতিষ্ঠানটি। খোলা আকাশের নিচে অবস্থান করা এসব অসহায় মানুষদের জন্য তাঁবু খাটিয়ে শীত থেকে রক্ষার জন্য ভিন্ন এক উদ্যোগ নিয়েছে ‘স্বপ্ন’। যা এরইমধ্যে সবমহলে বেশ প্রশংসা কুড়াচ্ছে।
এসব অসহায় মানুষদের থাকার জন্য কম্বল, খাবার এর ব্যবস্থা করে দিয়েছে প্রতিষ্ঠানটি। পুরো শীতজুড়ে স্বপ্ন-এর পালবাড়ি যশোর, চুয়াডাঙ্গা কলেজ রোড, চট্টগ্রাম খুলশী আউটলেটের পাশে এমন ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে ‘স্বপ্ন’।
মন্তব্য করুন