অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘বঙ্গবন্ধু দেশকে অর্থনৈতিক মুক্তি দিতে চেয়েছিলেন। কিন্তু তা পারেননি; কারণ এ সুযোগ আমরা তাকে দিইনি। সুযোগ আসার আগেই আমরা তাকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছি। তবে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন ৩৫তম অর্থনীতির দেশ।’
শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার লালমাই উপজেলার দুতিয়াপুরে নিজ বাড়িতে সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন সদর দক্ষিণ উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি গোলাম সারওয়ার। অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইসরাক মাহমুদ মাসুদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সোহেল রেজা, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ অপু প্রমুখ।
মন্তব্য করুন