

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চট্টগ্রামে স্বামী ও স্ত্রী দুজন প্রার্থী হয়েছেন। ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের পক্ষে চট্টগ্রামে একই পরিবারের দুজনকে মনোনয়ন দেওয়া হয়েছে।
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ আংশিক) আসনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী হিসেবে লড়াই করবেন মোহাম্মদ এমদাদুল হক। আসনটিতে ভোটের লড়াই করবেন- বিএনপির এরশাদ উল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ রুরুল আলম, জামায়েত ইসলামীর মো. আবু নাছের, খেলাফত মজলিসের মোহাম্মদ এনায়েত উল্লাহ, এনসিপির মো. জোবাইরুল হাসান আরিফ ও ইসলামী ফ্রন্টের সৈয়দ মুহাম্মদ হাসান।
জানা গেছে, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের পক্ষে চট্টগ্রামে একই পরিবারের স্বামী ও স্ত্রীকে মনোনয়ন দেওয়া হয়েছে। ২০১৮ সালে এমদাদুল হক চট্টগ্রাম-৮ সংসদীয় আসনে এবং স্ত্রী সাবিনা খাতুন চট্টগ্রাম-১০ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও স্বামী ও স্ত্রী দুজনই ভোটের মাঠে লড়বেন। এমদাদুল হক ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ চট্টগ্রাম জেলার সভাপতি এবং সাবিনা খাতুন চট্টগ্রাম মহানগর সাধারণ সম্পাদক।
চট্টগ্রাম-৮ (বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ আংশিক) সংসদীয় আসনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোহাম্মদ এমদাদুল হক পেশায় প্রাইভেট চাকরিজীবী। কালবেলাকে তিনি বলেন, জননিরাপত্তা নিশ্চিত করাই হবে আমাদের প্রথম কাজ। ৫ আগস্টের পট পরিবর্তনের পর আমরা আশা করেছিলাম জননিরাপত্তা নিশ্চিত হবে। কিন্তু বাস্তবে তার কিছুই ঘটেনি। মানুষের যদি জীবনের নিরাপত্তাই না থাকে তাহলে ভূমি থেকে লাভ হবে কি? নির্বাচনের আগে অনেকেই অনেক রকম আশ্বাস দেয়। কিন্তু পরে তার ছিঁটেফোঁটাও দেখা যায় না। আমরা আমূলে পরিবর্তন করে দিতে চাই।
অপরদিকে চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর-পাহাড়তলী) সংসদীয় আসনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের পক্ষে ভোটের লড়াই করবেন সাবিনা খাতুন সাব্বি। তিনি পেশায় প্রাইভেট চাকরিজীবী। তিনিও ২০১৮ সালে এ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেছিলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে লড়বেন- বিএনপির সাঈদ আল নোমান, বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের আসমা আকতার, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. লেয়াকত আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুহাম্মদ জান্নাতুল ইসলাম, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের সাবিনা খাতুন ও জামায়েত ইসলামীর মোহাম্মদ শামসুজ্জামান হেলালী।
এ আসনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের প্রার্থী সাবিনা খাতুন কালবেলাকে বলেন, আমাদের দেশে মানুষ আছে, কিন্তু মানবতা নেই৷ বর্তমানে মানুষের চেয়ে বড় সংকট মানবতার অভাব। সেই মানবতার রাজনীতির কথাই তুলে ধরতে আমি নির্বাচনে এসেছি।
তিনি আরও বলেন, আমরা নির্বাচিত হলে এমন রাষ্ট্র গঠন করব, যেখানে রাষ্ট্র হবে সবার ও সর্বজনীন। কোনো দল, মত বা ধর্মের হবে না। সবাই স্বাধীনভাবে সমান অধিকার নিয়ে বাঁচবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি। প্রতীক বরাদ্দ ২১ জানুয়ারি। প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি থেকে। ভোটগ্রহণ আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। একই দিনে বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
মন্তব্য করুন