২০২৩ সালে ব্রাহ্মণবাড়িয়ার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ।
রোববার (২৫ জুন) ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক শাহগীর আলম, উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদের হাতে সম্মাননা সূচক ক্রেস্ট ও সনদ তুলে দেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের শুদ্ধাচার চর্চায় উৎসাহ প্রদানের লক্ষ্যে শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা ২০২২-২৩ অর্থবছরের সার্বিক বিশ্লেষণে সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠার উপলক্ষে পেশাগত জ্ঞান, দক্ষতা, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণসহ ৭টি ক্যাটাগরিতে বিচার বিশ্লেষণে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯টি উপজেলার মধ্যে বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন।
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুল কুদ্দুসসহ সকল অতিরিক্ত জেলা প্রশাসক, ইউএনও, এসিল্যান্ড, ডিসি অফিসের কর্মকর্তারা।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ অনুভূতি প্রকাশ করে বলেন, এই প্রথমবারের মতো বিজয়নগরে ইউএনও হিসেবে শুদ্ধাচার সম্মাননা সূচক পাওয়াতে আমি গর্বিত এবং আনন্দিত।
মন্তব্য করুন