সরিষাবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৫ পিএম
আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৩ পিএম
অনলাইন সংস্করণ

যমুনা সার কারখানার এমডির বিরুদ্ধে মামলা

যমুনা ফার্টিলাইজার কোম্পানির ফটক। ছবি : কালবেলা
যমুনা ফার্টিলাইজার কোম্পানির ফটক। ছবি : কালবেলা

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় অবস্থিত দেশের সর্ববৃহৎ ইউরিয়া উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ শহিদুল্লাহ খান ও উপমহাব্যবস্থাপক (বাণিজ্যিক) মো. আব্দুল হামিমের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে জামালপুর জেলা যুগ্ম জজ প্রথম আদালতে এই মামলা করেন উপজেলার পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেসার্স মাজেদা ট্রেডার্সের স্বত্বাধিকারী আশরাফুল আলম মানিক।

মামলা সূত্রে জানা যায়, কারখানার আওতাধীন শেরপুর বাফার গুদামের জন্য দেড় লাখ টন সার বহন ও রি-ব্যাগিং কাজের জন্য গত ১৬ এপ্রিল দরপত্র আহ্বান করা হয়। এই কাজটি দরপত্রের মাধ্যমে আগে থেকেই করে আসছিলেন যমুনা সার কারখানার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মাজেদা ট্রেডার্সের স্বত্বাধিকারী আশরাফুল আলম মানিক। কিন্তু দরপত্রের শর্তানুযায়ী কাজ সম্পন্ন ও বিল পরিশোধের আগে নতুন দরপত্র আহ্বান করে কারখানা কর্তৃপক্ষ। এ ঘটনায় দরপত্র স্থগিতাদেশ চেয়ে আদালতে মামলা করেন তিনি।

গত ৪ জুলাই মামলার শুনানি হয়। এরপর ২৭ জুলাই আদেশের জন্য দিন ধার্য ছিল। কিন্তু নির্ধারিত দিনে আদেশ না দেওয়ায় বিবাদীপক্ষ আদালত বদলি চেয়ে জেলা ও দায়রা জজ আদালতে মিস মামলা করেন।

পরে ওই মামলার শুনানি হওয়ার কথা ছিল ২১ সেপ্টেম্বর। কিন্তু বিবাদীপক্ষ আদালতের আদেশের আগেই ১৮ সেপ্টেম্বর ফের দরপত্র আহ্বান ও গ্রহণ করে। পরে এ ঘটনায় মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদুল্লাহ খান ও উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) মো. আব্দুল হামিমের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন ইউপি চেয়ারম্যান মানিক।

এ বিষয়ে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইউসুফ আলী কালবেলাকে বলেন, আদালতের আদেশ থাকার পরেও টেন্ডার কার্যক্রম পরিচালনা করে তারা আদালত অবমাননা করেছে। তারা যে পুনরায় টেন্ডার আহ্বান করেছে এ বিষয়ে আমাদের কাছে সুস্পষ্ট প্রমাণ রয়েছে। এ ঘটনায় আদালত অবমাননার মামলা করা হয়েছে।

এদিকে মেসার্স মাজেদা ট্রেডার্সের স্বত্বাধিকারী আশরাফুল আলম মানিক কালবেলাকে জানান, দরপত্র স্থগিতাদেশ চেয়ে তিনি এর আগে মামলা করেছিলেন। মামলা শুনানির আগেই তারা আবারও দরপত্র আহবান করে কোর্টের আদেশ অমান্য করেন। তাই তিনি তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন।

এ বিষয়ে যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদুল্লাহ খান কালবেলাকে বলেন, এর আগে কোর্ট থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। এর জবাব আমরা দিয়েছি। এ ছাড়াও মামলায় তিনবার তারিখ পেছানো হয়েছে, কিন্তু কোনো ধরনের সিদ্ধান্ত আসেনি। সার সরবরাহ একটি স্পর্শকাতর বিষয়। তাই পুনরায় কার্যক্রম শুরু করা হয়েছে। এতে কোর্ট ভায়োলেন্স হয়ে থাকলে আমরা সেটার জবাব দেব। এরপর কোর্ট যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়াশা পড়লে ঠান্ডা বাড়ে নাকি কমে?

২৩ বছর পর ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন তারেক রহমান

এবার গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

ডিসেম্বরে সর্বাধিক রেমিট্যান্স এলো যেসব দেশ থেকে

মন ভালো রাখতে বিজ্ঞানসম্মত ৯ উপায়

ভরাট করা পুকুর উদ্ধার করল প্রশাসন

পরিত্যক্ত টয়লেট থেকে অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার

আগুনে ঘি ঢালল ভারত, দুঃসংবাদ বাংলাদেশি ক্রিকেটারদের

জকসুর ৮ কেন্দ্রের ফল প্রকাশ, ভিপি পদে হাড্ডাহাড্ডি লাড়াই

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় যুক্ত হলো বাংলাদেশ

১০

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১১

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ডের শক্তিশালী দল ঘোষণা

১২

আসুন আমাকে তুলে নিয়ে যান, ট্রাম্পকে কলম্বিয়ার প্রেসিডেন্ট

১৩

সুন্দরবনের পর্যটনবাহী নৌযান মালিকদের ধর্মঘট প্রত্যাহার

১৪

বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশের প্রতিপক্ষ

১৫

টিকিট চাওয়ায় ছাত্র পরিচয়ে টিটিইকে মারধর, ভিডিও ভাইরাল

১৬

কুয়াশা ও তীব্র শীতে ক্ষতির মুখে বোরো বীজতলা, দুশ্চিন্তায় কৃষকরা

১৭

জকসু নির্বাচন:  / সিইসি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং কেন্দ্রের ফল প্রকাশ, এগিয়ে ছাত্রশিবির 

১৮

ভারতে বিশ্বকাপ খেলতে না গেলে কী হবে বাংলাদেশের

১৯

শীতে ত্বক সুস্থ ও উজ্জ্বল রাখবেন যেভাবে

২০
X