কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, জিয়াউর রহমানকে তার বাবা সন্তানের মতো দেখতেন। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটি গ্রামে পরিবারের সদস্যদের নিয়ে মা-বাবার কবর জিয়ারতের আগে তিনি এ কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, ‘আমাদের পরিবারে কৃতজ্ঞতাবোধ আছে। জিয়াউর রহমান প্রেসিডেন্ট থাকার সময়ে আমার বাবা কোর্টে যাচ্ছিলেন। ঠিক ওই সময়ে শহরের কুমুদিনী কলেজের সামনে বাবাকে দেখে জিয়াউর রহমান গাড়ি থেকে নেমে তার পায়ে হাত দিয়ে সালাম করেছিলেন। জিয়াকে দেখতে পারতেন না বড় ভাই লতিফ সিদ্দিকী। তবে আমার বাবা জিয়াকে দেখতে পারতেন। জিয়াউর রহমানকে সন্তানের মতোই দেখেছেন বাবা।’
তিনি আরও বলেন, ‘আমাদের সামনে বিকল্প নাই। আমাদের সামনে স্বাধীনতা। স্বাধীনতার নেতা বঙ্গবন্ধু। আমরা তাকে ছাড়তে পারি না। রাজনীতিতে বঙ্গবন্ধুকে মুছে ফেলার যে প্রচেষ্টা, তা প্রতিহত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করতে হবে।’
এ সময় তার সঙ্গে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, সাবেক প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী কায়সার, কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার খোকা, তার ছোট ভাই আবুল মনসুর আজাদ সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন