চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেট কারের ধাক্কায় এক অজ্ঞাত তরুণী নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে তার বয়স ২৬ বছর। শনিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার দারগারোহাট এলাকায় ওজন স্কেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে অজ্ঞাত তরুণী রাস্তা পার হওয়ার সময় ঢাকামুখী লেনে একটি দ্রুতগামী প্রাইভেট কার তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান।
এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার (ওসি) শাহাদাত হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহত তরুণী ভারসাম্যহীন। প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
মন্তব্য করুন