মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ০১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

মাদারীপুরে বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করলেন আ. লীগ নেতা

মাদারীপুরের রাজৈরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ভাঙচুর। ছবি : কালবেলা
মাদারীপুরের রাজৈরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ভাঙচুর। ছবি : কালবেলা

মাদারীপুরের রাজৈরে দলীয় কার্যালয়সহ বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করেছেন সোহরাব খালাসী (৬০) নামের এক আওয়ামী লীগ নেতা। এ ঘটনায় শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, সোহরাব খালাসী রাজৈর উপজেলার বদরপাশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২৯ সেপ্টেম্বর বদরপাশা ইউনিয়নের রাজারবাজার এলাকার ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রধান কার্যালয় ভাঙচুর চালায় একদল দুর্বৃত্ত। এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও ভাঙচুর করে তারা। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। শুক্রবার সন্ধ্যায় রাজারবাজার এলাকার আবদুস সালাম খালাসী নামে একজন বাদী হয়ে আওয়ামী লীগ নেতা সোহরাব খালাসীসহ অজ্ঞাত আরও ৪ জনকে অভিযুক্ত করে রাজৈর থানায় একটি লিখিত অভিযোগ করেন।

প্রাথমিক তদন্ত ও দুজনকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে সম্প্রতি সালাম খালাসী বাদী হয়ে সোহরাব খালাসীর বিরুদ্ধে চেক ডিজঅনারের একটি মামলা দেন। এই জেরে বৃহস্পতিবার দুজনের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এরই জেরে সালাম খালাসীকে ফাঁসানোর জন্য সোহরাব খালাসী নিজেই আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করে সালাম খালাসীকে অভিযুক্ত করেন। পরে পুলিশ সোহরাবকে শুক্রবার রাতে গ্রেপ্তার দেখায় পুলিশ। শনিবার তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠায়।

মামলার বাদী সালাম খালাসী বলেন, আমাকে দলীয়ভাবে হয়রানি করতে সোহরাব নিজেই লোকজন নিয়ে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে। সোহরাব পুলিশ দিয়ে আমাকে ধরাতে চেয়েছিল। কিন্তু সোহরাব নিজেই তার অপকর্মে ফেঁসে যান। তিনি আমার বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করেছেন।

রাজৈর থানার ওসি আলমগীর হোসেন জানান, অভিযোগকারী এবং অভিযুক্ত দুইজনের মধ্যে আগের থেকেই দ্বন্দ্ব ছিল। দ্বন্দ্ব থেকেই আওয়ামী লীগের অফিস, বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী ছবি ভাঙচুরের ঘটনা ঘটে। আমরা মূল অপরাধীকে চিহ্নিত করে গ্রেপ্তার করেছি। এ ঘটনায় আরও যারা জড়িত ছিল তাদের ধরতে আমরা চেষ্টা করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনে কারচুপির আশঙ্কা মির্জা আব্বাসের

পাখিরা কেন বৈদ্যুতিক তারে বসতে পছন্দ করে, কেন তারা শক খায় না?

বিএনপির ২৭ নেতাকে দুঃসংবাদ

বাংলাদেশের থাকলেও পাকিস্তানের বিশ্বকাপ বয়কটের সাহস নেই

হাঁস চুরির বিচার করায় ৩ জনকে কুপিয়ে জখম

বঙ্গোপসাগরে ভারত-রাশিয়ার যৌথ সামরিক মহড়ার প্রস্তুতি

আজানের সময় কথা বললে কি মৃত্যুর সময় কালিমা নসিব হবে না?

অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪০ কর্মকর্তা

অধ্যাদেশ অনুযায়ী ক্ষুদ্রঋণ গ্রহীতারাও হবেন ব্যাংকের মালিক

রুমিনের পক্ষে প্রচারণা করায় বিএনপির ইউনিয়ন কমিটি স্থগিত

১০

তারেক রহমানের প্রিয় সিনেমা  ‘এয়ার ফোর্স ওয়ান’

১১

শবেবরাত নিয়ে ৫ ভুল ধারণা, সমাধান জানালেন মুফতি আবদুল মালেক

১২

খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানিয়ে ভারতের পার্লামেন্টে নীরবতা পালন

১৩

দুটি আসনে দাঁড়িপাল্লা প্রতীক চায় না জামায়াত

১৪

স্কুলছাত্র নাশিত হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড  ​

১৫

পাকিস্তানের ‘পরিকল্পনা’ ফাঁস!

১৬

জামিন ছাড়াই হত্যা মামলার ৩ আসামিকে ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ

১৭

জামায়াত নেতা নিহতের ঘটনায় যা বলল বিএনপি

১৮

আয়কর রিটার্ন জমার সময় বেড়েছে

১৯

বিটিআরসির ওএসডি ৬ কর্মকর্তাকে পুনঃপদায়নের উদ্যোগ 

২০
X