আকবর কবীর
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৩, ০৩:১১ পিএম
অনলাইন সংস্করণ

বনজীবী ও পর্যটকে মুখরিত সুন্দরবন 

বনজীবী ও পর্যটকদের উপস্থিতিতে সুন্দরবন আবারও মুখরিত হয়ে উঠেছে। ছবি : কালবেলা
বনজীবী ও পর্যটকদের উপস্থিতিতে সুন্দরবন আবারও মুখরিত হয়ে উঠেছে। ছবি : কালবেলা

বনজীবী ও পর্যটকদের উপস্থিতিতে আবারও মুখরিত হয়ে উঠেছে সুন্দরবন। দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর বনজীবী ও পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে সুন্দরবনের দুয়ার। ১ সেপ্টেম্বর সকাল থেকে ভ্রমণপিপাসু পর্যটকরা সুন্দরবন ভ্রমণ করতে শুরু করেছেন। একই সাথে অভাব অনটনে পড়ে থাকা বনজীবীরাও তাদের কষ্ট ভুলে আবারও নতুন উদ্যমে সুন্দরবনে মাছ ও কাঁকড়া আহরণের জন্য বন বিভাগ থেকে অনুমতি নিয়ে সুন্দরবনের ভেতরে প্রবেশ শুরু করেছেন। এর ফলে স্বস্তি ফিরেছে সাতক্ষীরার সুন্দরবন নির্ভর মানুষের মধ্যে। জীববৈচিত্র্য রক্ষায় ও মাছের প্রজনন বাড়ানোর লক্ষ্যে গত পহেলা জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনের নদীতে মাছ ও কাঁকড়া ধরাসহ পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। সুন্দরবনে প্রবেশের অনুমতি পাওয়ায় পুরোদমে ব্যস্ত সময় পার করছেন তারা।

দীর্ঘদিন অভাব অনটনে পড়ে থাকা বনজীবীদের মাঝে এখন বিরাজ করছে উৎসবের আমেজ। ৯ মাস পরিশ্রম করে ১২ মাসের খোরাকি জোগাড় করতে হয় বনজীবীদের। যে কারণে জেলেরা নৌকা মেরামত নৌকায় রং লাগানো, জাল মেরামত ও জালে রং করা সম্পন্ন করে আবারও নেমে পড়েছেন তাদের কর্মযজ্ঞে। কেউবা দাদন নিয়ে, কেউবা সমিটি থেকে ঋণ নিয়ে চাল, ডাল, তরি-তরকারি, ঝাল, পেঁয়াজ, লবণ সংগ্রহ করেছেন।

বেসরকারি উন্নয়ন সংস্থা এনজিএফের নির্বাহী পরিচালক লুৎফর রহমান জানান, পদ্মা সেতু চালু হওয়ায় সাতক্ষীরার সঙ্গে দেশের বিভিন্ন জেলার সরাসরি যোগাযোগ স্থাপন হওয়ায় একদিকে যেমন সুন্দরবনে পর্যটকের সংখ্যা বাড়বে অন্যদিকে সুন্দরবনের সঙ্গে সংশ্লিষ্ট সকল পেশার মানুষের আয় বাড়বে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা মো. হাবিবুর রহমান জানান, দীর্ঘ তিন মাস পর পাস পারমিট দেওয়া শুরু হয়েছে। এতে জেলেদের পরিবারে সুবাতাস বইবে। দুপুর পর্যন্ত প্রায় সাড়ে তিন শত পাস পারমিট দেওয়া হয়েছে। আরও বাড়তে পারে। আমরা নিয়মনীতি মেনে জেলেদের সহযোগিতা করে যাচ্ছি।

মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান অসীম মৃধা জানান, তিন মাস বন্ধ থাকার পর সুন্দরবনের পাস পারমিট চালু হওয়ায় জেলেদের মধ্যে আনন্দ লক্ষ্য করা যাচ্ছে। যেহেতু তিন মাস বন্ধ ছিল এ কারণে জেলেরা ভালো মাছ ও কাঁকড়া পাচ্ছে।

প্রতিবেশ ও প্রাণবৈচিত্র্য সংরক্ষণবিষয়ক গবেষক পাভেল পার্থ জানান, আবার বাদাবন বনজীবীদের জন্য খুলে দেওয়ায় সরকারকে ধন্যবাদ। বন্ধ বাদার সময়গুলোতে মৌয়ালি, বাওয়ালি, জেলে, বাগদী, মুন্ডা পরিবারগুলো অনাহার অসুস্থতা আর অনিশ্চয়তায় যেভাবে দিন কাটায় তা অবর্ণনীয়। কোনো গবেষণা ছাড়া, বননির্ভর জনগোষ্ঠীর মতামত ছাড়া বারবার কেন সুন্দরবন বন্ধ করা হচ্ছে তা এখনো স্পষ্ট না। আমি সুন্দরবন এলাকায় বহু গ্রামে বহু বনজীবীদের কথা শুনেছি। এভাবে বাদা বন্ধ করে বনজীবীদের সঙ্গে সরকারের মানসিক দূরত্ব বাড়ছে। বাংলাদেশ আন্তর্জাতিক প্রাণবৈচিত্র্য সনদ স্বাক্ষর করেছে। এই সনদে প্রথাগত অধিকার ও লোকায়ত জ্ঞান স্বীকৃত। একমাত্র প্রথাগত বনজীবী ছাড়া আর কাউকে সম্পদ সংগ্রহের পাস পারমিট দেওয়া যাবে না। বন্যপ্রাণীর অবৈধ বাণিজ্য, প্লাস্টিক দূষণ, কারখানা সম্প্রসারণ কিংবা লবণাক্ততার জন্য সুন্দরবন প্রতিনিয়ত ঝুঁকিতে আছে। বনজীবীরা কিন্তু এই ঝুঁকির জন্য দায়ী না। বনজীবীদের কাছে সুন্দরবন মায়ের মতো। তাহলে বনের সব ঝুঁকি আড়াল করে সেসব সমাধান না করে বারবার বাদা বন্ধ করার নামে উপকূলের গরিব জলবায়ু দুর্গত মানুষকে আরও গরিব করে ফেলা হচ্ছে। এসডিজি, সেন্দাই ফ্রেমওয়ার্ক কিংবা জলবায়ু ঘোষণা সবকিছুর সাথেই বন্ধবাদার সিদ্ধান্ত সাংঘর্ষিক। আশা করি বন ও বনজীবীদের এখনকার হাসিমুখ বন্ধ রাখার সিদ্ধান্ত বদলাতে সহযোগী হবে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) কে.এম ইকবাল হুসাইন জানান, গত অর্থবছরে সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ থেকে সরকারের প্রায় সাড়ে তিন কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। চলতি অর্থবছরে আরও বাড়তে পারে বলে তিনি আশাবাদী। তবে, ৩ মাসের নিষেধাজ্ঞার পর জেলে বাওয়ালি সুন্দরবনের ভেতরে ইতোমধ্যে প্রবেশ করেছে। এ ছাড়া প্রতিদিনে পর্যটকরা সুন্দরবনের মনোমুগ্ধকর দৃশ্য দেখার জন্য সুন্দবনের ভেতরে প্রবেশ করছেন বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চেম্বার জজ আদালতের রায়ের বিষয়ে শিশির মনিরের প্রতিক্রিয়া

ডা. মুরাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মেসি শেষ কবে ফাইনাল হেরেছিলেন?

শেষ ম্যাচেও হার, এশিয়া কাপ থেকে ছিটকে গেল বাংলাদেশ

পবিপ্রবির ১৪ কর্মকর্তার নিয়োগে অনিয়ম তদন্তে দুদক

ফেনীতে দাবদাহে পুড়ছে জনপদ, জনজীবনে স্থবিরতা

অবরোধে ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল বন্ধ

৯ তারিখেই ডাকসু নির্বাচন চান ভিপি প্রার্থী শামিম

৩০ জুলাইয়ের ভাঙা কাচের ছবি নিয়ে বামজোট প্রার্থীর ব্যাখ্যা

আফগানিস্তানে সম্পূর্ণ বিধ্বস্ত একটি গ্রাম, নিহত ছাড়াল ৮০০

১০

ডাকসু নির্বাচন নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

১১

দুই ম্যাচ খেলেই চাকরি গেল সাবেক ম্যানইউ কোচের

১২

চবিতে সংঘর্ষ : হাসপাতালে ভর্তি ১২ শিক্ষার্থী, দুজন লাইফ সাপোর্টে

১৩

ডাকসু নির্বাচন স্থগিত করে যে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট

১৪

স্কুলের সামনেই প্রাণ গেল শিক্ষার্থীর, মিষ্টি খাওয়ায় ব্যস্ত শিক্ষকরা

১৫

ডাকসু স্থগিতের প্রতিবাদে শহীদুল্লাহ হল থেকে শিক্ষার্থীদের মিছিল

১৬

ডাকসু নির্বাচন স্থগিতের বিষয়ে কী হবে জানালেন শিশির মনির

১৭

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু

১৮

দুধ দিয়ে গোসল করে জুয়া খেলা ছাড়লেন যুবক

১৯

শিশুদের জন্য লবণ কতটুকু প্রয়োজন, যা বলছেন পুষ্টিবিদ

২০
X