মানিকগঞ্জের সিঙ্গাইরে নৌকাবাইচ দেখে বাড়ি ফেরা হলো না সিফাত (১৫) ও ওয়াসিম (১৭) নামের দুই স্কুলছাত্রের। গত শনিবার (৩০ সেপ্টেম্বর) মানিকগঞ্জ ও নবাবগঞ্জের সীমান্ত এলাকা পাতিলঝাপ এলাকার কালীগঙ্গা নদীতে নৌকাবাইচ দেখতে গিয়ে নৌকাডুবে তারা নিখোঁজ হয়।
গত রোববার ও সোমবার নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। সোমবার ওই দুই ছাত্রের লাশ স্বজনের কাছে হস্তান্তর করে স্থানীয় প্রশাসন।
সিফাত হোসেন সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের শ্যামনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে ও ওয়াসিম ওই ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের তোফাজ্জলের ছেলে। তারা সাহরাইল উচ্চ বিদ্যালয়ের ছাত্র।
জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর বিকেলে মানিকগঞ্জ ও ঢাকার নবাবগঞ্জ সীমান্ত এলাকার শোল্লা ইউনিয়নের পাতিলঝাপের কালীগঙ্গা নদীতে একটি নৌকা বাইচ প্রতিযোগীতার আয়োজন করা হয়। সিঙ্গাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের সিফাত ও ওয়াসিমসহ ২০ থেকে ২৫ জন বন্ধু ইঞ্জিন চালিত নৌকা নিয়ে বাইচ দেখতে যায়। এ সময় একটি নৌকার ধাক্কায় নিহতদের ট্রলারটি ডুবে যায়। এতে সিফাত ও ওয়াসিমসহ ৪ জন যাত্রী নিখোঁজ হয়। রোববার খোঁজাখুঁজি করে ২ জন ছাড়া বাকীদের উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল রোববার ওয়াসি ও সোমবার সিফাতের লাশ উদ্ধার করেন।
সিঙ্গাইর থানার অফিসার ইনচার্জ সৈয়দ মিজানুর ইসলাম বলেন, নিহতের স্বজনদের কাছে লাশ দুটি হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন