রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৩, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

নওগাঁয় লাগাতার বৃষ্টিপাতে বেড়িবাঁধে ভাঙন, তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন

নওগাঁর রাণীনগরে লাগাতার বৃষ্টিপাতে বেড়িবাঁধে ভাঙন, তলিয়ে গেছে রোপা-আমন ধান।
নওগাঁর রাণীনগরে লাগাতার বৃষ্টিপাতে বেড়িবাঁধে ভাঙন, তলিয়ে গেছে রোপা-আমন ধান।

নওগাঁর রাণীনগরে চোখের সামনে তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন। তলিয়ে যাচ্ছে রোপা-আমন ধান। গত ২৭ সেপ্টেম্বর উপজেলার গোনা ইউনিয়নের নান্দাইবাড়ি নামক স্থানে নওগাঁর ছোট যমুনা নদীর তীর ঘেঁষা রাণীনগর আত্রাই সড়কে ভাঙন দেখা দেয়। তা ছাড়া গত দুই দিনের লাগাতার বৃষ্টিপাতে উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়নের প্রায় ২শ’ হেক্টর জমির রোপা-আমন ধান তলিয়ে গেছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে এর পরিমাণ আরও বাড়তে পারে এমনটাই আশঙ্কা করছে উপজেলা কৃষি বিভাগ।

উপজেলার বলরামচক নামক স্থানে আত্রাই নদীর বাঁধ ভাঙন ও স্থানীয় রক্তদহ বিলের পানি বৃদ্ধি পেয়েছে। পাল্লা দিয়ে পানি বাড়ার কারণে রোপা আমন ধানগুলো গলা পরিমাণ পানিতে ডুবে আছে।

জানা গেছে, চলতি রোপা-আমন মৌসুমে উপজেলার ৮টি ইউনিয়নে প্রায় ১৯ হাজার ৮শ’ হেক্টর জমিতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা গত বছরের তুলনায় প্রায় ৫শ’ হেক্টর বেশি। অনাবৃষ্টির কারণে চাষিরা আমন ধান লাগাতে কিছুটা বিলম্ব হয়। তাই কয়েকটি ইউনিয়নের ধানগুলো বেশি লম্বা হতে না পারায় বৃষ্টি আর নদী ভাঙনের পানিতে হাবুডুবু খাচ্ছে। এই মৌসুমে রোপা-আমনের বাম্পার ফলনের সম্ভাবনা থাকলেও তা দিন দিন হতাশায় পরিণত হচ্ছে।

তবে আশার কথা হচ্ছে, নান্দাইবাড়ি স্থানে ভেঙে যাওয়া সড়কটি ইতোমধ্যে মেরামত করায় এই স্থান দিয়ে নদীর পানি আর প্রবেশ করতে পারছে না।

উপজেলার গোনা ইউনিয়নের পীরেরা গ্রামের মোয়াজ্জেম হোসেন জানান, ‘আমি ৪ বিঘা জমিতে রোপা-আমন ধান লাগাইছিলাম প্রায় সবই তলিয়ে গেছে। সামনে ইরি ধান কী দিয়ে করব এই চিন্তা এখন বড় হয়ে দাঁড়িয়েছে।’

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ, ফারজানা হক জানান, নান্দাইবাড়ি সড়ক ভেঙে যাওয়ার পরপরই উপজেলারয় প্রায় ৮৫ হেক্টর রোপা-আমন ধান ও দেড় হেক্টরের মতো সবজি তলিয়ে যায়। ক্ষতিগ্রস্ত ওই সড়ক মেরামত করা হলেও আত্রাই উপজেলার বলরামচক নামক স্থানে সড়কে ভাঙন, রক্তদহ বিলের পানি বৃদ্ধি এবং লাগাতার বৃষ্টিপাতের কারণে গোনা, বড়গাছা, কাশিমপুর ও রাণীনগর সদর ইউনিয়নসহ প্রায় ২শ’ হেক্টর জমির ধান তলিয়ে গেছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে এর পরিমাণ আরও বাড়তে পারে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কী

আউটলেট ইনচার্জ পদে নিয়োগ দিচ্ছে আগোরা

স্ত্রী তালাক দেওয়ায় স্বামীর কাণ্ড

সেভ দ্য চিলড্রেনে চাকরির সুযোগ

‘শেষবারের মতো আমার ছেলের মুখটা দেখতে চাই’

দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টির আভাস

০৮ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১২ দল ও সমমনা জোটের সঙ্গে গণতন্ত্র মঞ্চের বৈঠক

১৭১ রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠাল বিজিবি

১০

গ্রুপ ক্যাপ্টেন (অব.) খালেদ হোসাইনের নেতৃত্বে নতুন সদস্যদের গণসংহতি আন্দোলনে যোগদান

১১

গাজীপুরে প্রবাসী বিএনপি নেতা পারভেজের প্রার্থিতা ঘোষণা

১২

রোহিঙ্গা ক্যাম্পে ইমাম প্রশিক্ষণ দেবে তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশন

১৩

স্বপ্নদ্রষ্টার হাত ধরে ল্যাবএইড এআইয়ের উদ্বোধন

১৪

মতবিনিময় সভায় যুব নেতারা / জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে

১৫

দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে উদ্বেগ ঐক্য পরিষদের 

১৬

মিয়ানমারে বৌদ্ধদের উৎসবে জান্তার বিমান হামলায় নিহত ৪০

১৭

আ.লীগের কর্মী-সমর্থকদের জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন হাদি

১৮

তারেক রহমানের সাক্ষাৎকারে ভুল উদ্ধৃতি সংশোধনের আহ্বান টিআইবির

১৯

‘আবরারের স্মৃতিস্তম্ভ নিয়ে অনেকের গাত্রদাহ দেখেছি’

২০
X