সিলেটে টানা দুদিন ধরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। দুদিন আগে থেকে সিলেটের বিভিন্ন স্থানে বৃষ্টি শুরু হয়েছে।
শুক্রবার (৬ অক্টোবর) গভীর রাত থেকে সিলেটজুড়ে চলছে অঝোর বৃষ্টি। এতে করে জনজীবন স্থবির হয়ে পড়েছে। এর আগে বৃহস্পতিবার সকাল থেকেই সিলেটের আকাশ মেঘে ঢাকা। সকালে গুঁড়িগুঁড়ি বৃষ্টি ছিল। বেলা বেড়ে যাওয়ার সঙ্গে বৃষ্টি বাড়ে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, ভারতের পশ্চিমবঙ্গ ও এর কাছাকাছি এলাকায় থাকা লঘুচাপটি বর্তমানে বাংলাদেশের উত্তর-পশ্চিমাংশে আছে। এর একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
সিলেট আবহাওয়া অফিসের কর্মকর্তা শাহ মোহাম্মদ সজিব হোসেন বলেন, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সিলেটে বৃষ্টি হয়েছে ৫০.৮ মিলিমিটার। আর শুধু শুক্রবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে।
তিনি আরও জানান, সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিলেটে ২৫.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
এর আগে আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাসে জানায়, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, শনিবারও (৭ অক্টোবর) এর রেশ থাকতে পারে।
এদিকে, সিলেটে গত দু-তিন থেকে অবিরাম বৃষ্টি হওয়ায় কিছুটা থমকে গেছে জনজীবন। জীবিকার তাগিদে বাইরে বেরুনো মানুষ পোহাচ্ছেন ভোগান্তি।
মন্তব্য করুন