তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচন এলে একটি মহল সনাতন সম্প্রদায়ের ওপর অত্যাচার-নির্যাতনের অপচেষ্টা চালায়। তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। শনিবার (৭ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে ভার্চ্যুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ‘ধর্ম যার যার উৎসব সবার। আমাদের দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান সম্প্রদায় মিলেমিশে একাকার। সব সম্প্রদায়ের মানুষের মিলিত রক্তের স্রোতে এই দেশ স্বাধীন হয়েছে। রাঙ্গুনিয়া একটি শান্তির জনপদ। এখানে কেউ কখনো অশান্তি সৃষ্টি করতে পারেনি। কেউ অপচেষ্টা চালালেও সঙ্গে সঙ্গে দমন করা হয়েছে। ভবিষ্যতেও আপনাদের সতর্ক থাকতে হবে। একটি পরিবার রাঙ্গুনিয়ায় দীর্ঘদিন ধরে শাসন করে আসছিল। তারা নির্বাচন এলে সনাতন সম্প্রদায়ের ওপর নির্যাতন চালাত। তাদের অনুসারীরা এখনো রাঙ্গুনিয়ায় আছে। তারা নির্বাচন এলে সরব হয়। তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে।’
তিনি আরও বলেন, ‘সামনে নির্বাচন। গত ১৫ বছরে অমানুষিক কষ্ট করে এলাকায় সময় দিয়েছি। ১৫ বছর আগের কথা মনে করি। কী পরিমাণ এলাকায় উন্নয়ন হয়েছে। এই কথাটি দয়া করে সাধারণ মানুষকে বলবেন।’
সম্মেলন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি পঙ্কজ চৌধুরী। সম্মানিত অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। উদ্বোধনী বক্তব্য দেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিতাই প্রসাদ ঘোষ।
প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন। মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও চন্ডীপাঠ করেন পদুয়া শ্রী গুরু আশ্রমের অধ্যক্ষ প্রসিদ্ধানন্দ সরস্বতী মহারাজ।
উপজেলা পূজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক সুপায়ন সুশীলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আকতার হোসেন খাঁন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবদুর রহিম, চট্টগ্রাম জেলা পূজা পরিষদের যুগ্ম সম্পাদক বিশ্বজিত পালিত, সাংগঠনিক সম্পাদক লায়ন রিমন মুহুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহসভাপতি শৈবাল চক্রবর্ত্তী, উপজেলা পূজা পরিষদ নেতা মাস্টার সুকোমল বিকাশ শীল, অজিত শীল, দুলাল কান্তি দাশ, ডাক্তার রুপন কান্তি শীল, সমীরন দত্ত, ইউনিয়ন পূজা পরিষদ নেতা শুভ শীল, টিপলু নাথ, শিবু চক্রবর্ত্তী, সমীর চক্রবর্ত্তী সাগর, সমীর মহাজন, কাঞ্চন দাশ, শিপন সাহা প্রমুখ।
মন্তব্য করুন