বরিশাল ব্যুরো
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০৬:২০ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে আ.লীগ-বিএনপি মুখোমুখি

বরিশাল মহানগর ও জেলা বিএনপি উত্তরের বিক্ষোভ। মিলন উৎসবে বসিক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। ছবি : কালবেলা
বরিশাল মহানগর ও জেলা বিএনপি উত্তরের বিক্ষোভ। মিলন উৎসবে বসিক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। ছবি : কালবেলা

দেশ ও জনগণের স্বার্থে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসার দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। মঙ্গলবার (৯ অক্টোবর) তার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার ব্যবস্থাসহ সরকার পতনের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচিতে এ দাবি জানায় তারা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টায় নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হল চত্বরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে বরিশাল মহানগর ও উত্তর জেলা বিএনপি। একই সময় নগরীর সদর রোডে বিবির পুকুর পাড়ে সমাবেশ করে দক্ষিণ জেলা বিএনপি।

একই স্থানে ৫০ গজের মধ্যে অশ্বিনী কুমার হলে সরকার দল সমর্থিত মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিল জেলা ও মহানগরের মিলন উৎসবের আয়োজন করা হয়। এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। একই স্থানে পাল্টাপাল্টি দুই কর্মসূচিকে ঘিরে সদর রোড এলাকায় উৎকণ্ঠা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এরইমধ্যে বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থান হতে মিছিল সহকারে অশ্বিনী কুমার হল চত্বরে জড়ো হতে শুরু করে। এতে উত্তপ্ত পরিস্থিতি এড়াতে ও জনদুর্ভোগ লাঘবে বিএনপিকে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে দেয়নি পুলিশ। পুলিশের অনুরোধে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা।

অশ্বিনী কুমার হল চত্বর থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরীর বান্দরোডে মেরিন ওয়ার্কশপ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। এ ছাড়া সঞ্চালনায় ছিলেন মহানগর ও উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ এবং মিজানুর রহমান মুকুল।

এসময় বক্তব্য দেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ, মহানগরের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল। এ ছাড়াও মহানগর ও উত্তর জেলা বিএনপি ও তাদের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ‘আজ পর্যন্ত কোনো স্বৈরাচারী সরকার রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে অন্যায়ভাবে জনগণের ওপর জুলুম, অত্যাচার করে ক্ষমতায় টিকে থাকতে পারেনি। ভোটবিহীন এই অবৈধ সরকারও টিকে থাকতে পারবে না। তাদের বিদায় ঘণ্টা বেজে গেছে।

তারা বলেন, অবৈধ শেখ হাসিনা সরকার ক্ষমতা কুক্ষিগত করে রাখতে খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দি করে রেখেছে। দিন দিন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটলেও সরকার তার সুচিকিৎসার ব্যবস্থা নিচ্ছে না। দেশ ও জনগণের স্বার্থে খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসার দাবি জানাচ্ছি।

এদিকে, একই দাবিতে নগরীর বিবির পুকুর পাড়ে বিক্ষোভ মিছিলের আয়োজন করে দক্ষিণ জেলা বিএনপি। পরে সেখান থেকে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান ও সদস্য সচিব আবুল কালাম শাহিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জিলা স্কুল মোড়ে গিয়ে শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেটে চাকরির সুযোগ

২৭ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

বাংলাদেশ সরে দাঁড়ানোয় সুযোগ পাওয়া স্কটল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

শাবিপ্রবিতে ভর্তি শুরু ৩ ফেব্রুয়ারি

সরিষা ফুলের হলুদ মোহ দেখতে দর্শনার্থীদের ভিড়

একীভূত হচ্ছে সরকারের ৬ প্রতিষ্ঠান

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ম খা আলমগীরসহ ১৩ জনের বিরুদ্ধে ইইউবি’র মামলা

বিশ্বকাপে না থাকা বাংলাদেশের প্রতি যে বার্তা দিল স্কটল্যান্ড

দেশে মাদক সেবনকারী ৮২ লাখ, প্রায় ৬১ লাখই গাঁজাখোর

১০

চমক রেখে বিশ্বকাপের জন্য দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

১১

একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : দুলু

১২

ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদ গ্রেপ্তার

১৩

ছবি তোলায় আদালত চত্বরে সাংবাদিকের ওপর হামলা বিআরটিএ’র কর্মকর্তার

১৪

৫ শীর্ষ ব্যবসায়ীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ঘণ্টাব্যাপী বিশেষ বৈঠক

১৫

আগামীতে নারীদের প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে : জামায়াত

১৬

ডেমোক্র্যাটের মুসলিম নারী সদস্যের সম্পদ নিয়ে তদন্তের ঘোষণা ট্রাম্পের

১৭

ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, ফলাফল নিয়ে ঘরে ফিরবেন : কায়কোবাদ

১৮

‘ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জাতি দায়মুক্ত হতে পারে না’

১৯

সন্ত্রাসী হামলায় ১০ সাংবাদিক আহত

২০
X