বরিশাল ব্যুরো
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৩, ০৬:২০ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৩, ০৬:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

বরিশালে আ.লীগ-বিএনপি মুখোমুখি

বরিশাল মহানগর ও জেলা বিএনপি উত্তরের বিক্ষোভ। মিলন উৎসবে বসিক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। ছবি : কালবেলা
বরিশাল মহানগর ও জেলা বিএনপি উত্তরের বিক্ষোভ। মিলন উৎসবে বসিক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। ছবি : কালবেলা

দেশ ও জনগণের স্বার্থে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসার দাবি জানিয়েছেন বিএনপি নেতারা। মঙ্গলবার (৯ অক্টোবর) তার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার ব্যবস্থাসহ সরকার পতনের এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচিতে এ দাবি জানায় তারা।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টায় নগরীর সদর রোডে অশ্বিনী কুমার হল চত্বরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের আয়োজন করে বরিশাল মহানগর ও উত্তর জেলা বিএনপি। একই সময় নগরীর সদর রোডে বিবির পুকুর পাড়ে সমাবেশ করে দক্ষিণ জেলা বিএনপি।

একই স্থানে ৫০ গজের মধ্যে অশ্বিনী কুমার হলে সরকার দল সমর্থিত মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিল জেলা ও মহানগরের মিলন উৎসবের আয়োজন করা হয়। এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। একই স্থানে পাল্টাপাল্টি দুই কর্মসূচিকে ঘিরে সদর রোড এলাকায় উৎকণ্ঠা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

এরইমধ্যে বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থান হতে মিছিল সহকারে অশ্বিনী কুমার হল চত্বরে জড়ো হতে শুরু করে। এতে উত্তপ্ত পরিস্থিতি এড়াতে ও জনদুর্ভোগ লাঘবে বিএনপিকে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে দেয়নি পুলিশ। পুলিশের অনুরোধে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি নেতাকর্মীরা।

অশ্বিনী কুমার হল চত্বর থেকে বের হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরীর বান্দরোডে মেরিন ওয়ার্কশপ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি সমাপ্ত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক। এ ছাড়া সঞ্চালনায় ছিলেন মহানগর ও উত্তর জেলা বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদ এবং মিজানুর রহমান মুকুল।

এসময় বক্তব্য দেন উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহ, মহানগরের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল। এ ছাড়াও মহানগর ও উত্তর জেলা বিএনপি ও তাদের অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ‘আজ পর্যন্ত কোনো স্বৈরাচারী সরকার রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে অন্যায়ভাবে জনগণের ওপর জুলুম, অত্যাচার করে ক্ষমতায় টিকে থাকতে পারেনি। ভোটবিহীন এই অবৈধ সরকারও টিকে থাকতে পারবে না। তাদের বিদায় ঘণ্টা বেজে গেছে।

তারা বলেন, অবৈধ শেখ হাসিনা সরকার ক্ষমতা কুক্ষিগত করে রাখতে খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে বন্দি করে রেখেছে। দিন দিন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটলেও সরকার তার সুচিকিৎসার ব্যবস্থা নিচ্ছে না। দেশ ও জনগণের স্বার্থে খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দিয়ে বিদেশে সুচিকিৎসার দাবি জানাচ্ছি।

এদিকে, একই দাবিতে নগরীর বিবির পুকুর পাড়ে বিক্ষোভ মিছিলের আয়োজন করে দক্ষিণ জেলা বিএনপি। পরে সেখান থেকে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান ও সদস্য সচিব আবুল কালাম শাহিনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জিলা স্কুল মোড়ে গিয়ে শেষ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ’ইনিংস’ শুরু করলেন শচীনকন্যা সারা

যেসব লক্ষণ দেখলে বুঝবেন কেউ গোপনে আপনাকে ভালোবাসে

টিকটকার ইয়াসমিন আসলে ছেলে, জেন্ডার ফাঁসের পর গ্রেপ্তার

স্বাস্থ্য খাতে অনিয়ম বরদাশত করা হবে না : উপদেষ্টা নুরজাহান 

নির্বাচনে আ.লীগের অংশগ্রহণ নিয়ে যা জানালেন সিইসি

বিয়েতে রাজি না হওয়ায় নারীকে খুন, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

আজ বেবী নাজনীনের জন্মদিন

চা দোকানের মাসিক বিল ৩ লাখ টাকা

বাড়িতে ঢুকে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

দেশের সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

১০

রাগিনী এমএমএস ৩’তে যুক্ত হচ্ছেন তামান্না ভাটিয়া

১১

পর্তুগালের তারকা ফুটবলারের সঙ্গে চুক্তি বাড়াল ম্যানসিটি

১২

ছবিতে কী দেখছেন, উত্তরই বলে দেবে আপনি অলস না পরিশ্রমী!

১৩

এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশের প্রতিপক্ষ

১৪

 গাজায় দুর্ভিক্ষ হচ্ছে কি না, জানালেন জাতিসংঘ মহাসচিব

১৫

কেন্দ্র দখল করলেই ভোট বাতিল : সিইসি

১৬

গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৬ নেতার পদত্যাগ

১৭

সিপিএলে সাকিবের ব্যর্থতা চলছেই, দল হারল ৮৩ রানে

১৮

কটাক্ষের শিকার আলিয়া

১৯

ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের বেন গুরিয়নের ফ্লাইট স্থগিত

২০
X