কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ১১:৫৮ পিএম
আপডেট : ২০ জুলাই ২০২৫, ১১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

নাসীরুদ্দীন পাটোয়ারীর ধৃষ্ঠতাপূর্ণ বক্তব্য প্রত্যাহার করতে হবে : লুৎফর রহমান

কক্সবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
কক্সবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবীবিষয়ক সম্পাদক ও কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনের সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান কাজল বলেছেন, আজকের এই প্রতিবাদ সমাবেশে থেকে নাসীরুদ্দীনের ধৃষ্টতাপূর্ণ বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছি। তাকে ধৃষ্ঠতাপূর্ণ বক্তব্য প্রত্যাহার করতে হবে। অন্যথায় কক্সবাজারে এনসিপির কোনো কর্মসূচিতে গন্ডগোল হলে তার দায় বিএনপি নেবে না। নাসীরুদ্দীন পাটওয়ারীর ওই কটূক্তি বিএনপিসহ কক্সবাজারবাসীকে ক্ষুব্ধ করেছে।

রোববার (২০ জুলাই) বিকেলে কক্সবাজার শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে দলের এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে লুৎফর রহমান এসব কথা বলেন।

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে গতকাল শনিবার জুলাই পদযাত্রার এক সমাবেশে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর কটূক্তি, কক্সবাজার সদরের ভারুয়াখালীতে জামায়াতে নেতা-কর্মীদের হামলায় বিএনপির নেতা খুন এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এই সমাবেশ ডাকা হয়।

এ সময় তিনি বলেন, ১৯ জুলাই পাবলিক হল ময়দানে বিএনপির কর্মসূচি ছিল। কিন্তু এনসিপির জুলাই পদযাত্রার কথা বললে আমরা (বিএনপি) মাঠ ছেড়ে দিই। অথচ ওই মাঠের সমাবেশ থেকে এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে কটূক্তি করতে একটুও দ্বিধা করেননি।

সমাবেশে লুৎফর রহমান বলেন, পিআর পদ্ধতিতে ভোট হলে জনগণ ভোট দেবেন ঠিকই, কিন্তু কাকে ভোট দেবেন, প্রার্থী কে জানতে পারবেন না, ঝুলন্ত পার্লামেন্ট হবে, তাতে গণতন্ত্র ভূলুণ্ঠিত হবে। বিএনপি জনগণের দল। জনগণের কথা বলে। বিএনপি হেরে গেলে বাংলাদেশও হেরে যাবে। কট্টরপন্থী কোনো দল ক্ষমতায় গেলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। তালেবান রাষ্ট্র প্রতিষ্ঠা হবে।

বিএনপির এই নেতা বলেন, খারাপ ছাত্ররা পরীক্ষায় অংশ নিতে চায় না, কারণ ফেল মারার ঝুঁকি থাকে। তেমনি যে দলের কোনো জনসমর্থন নেই, তাদের নির্বাচনে জিতে আসার ভয় থাকে। যারা ভোট পাবে না, তারাই পিআর পদ্ধতি চায়। জনগণের ভোটের অধিকার হরণ করতে চায়। নির্বাচন বানচালের চক্রান্তে লিপ্ত।

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী পদযাত্রার সমাবেশে বলেছিলেন, ‘আগে আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিলেন; এখন শুনছি কক্সবাজারে নব্য গডফাদার শিলং থেকে এসেছেন।’

নাসীরুদ্দীনের এই বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়লে তাৎক্ষণিক প্রতিবাদ জানান বিএনপি ও অঙ্গসংগঠন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা। সন্ধ্যা ও রাতে শহরের ঘুমগাছতলার পুরোনো শহীদ মিনার ও প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে বিএনপি, ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। একই সময় চকরিয়া, রামু, ঈদগাঁও, উখিয়া ও টেকনাফে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষা প্রতিষ্ঠানকে আর ব্যবসায়িক প্রতিষ্ঠান হতে দেওয়া হবে না : সেলিমুজ্জামান

জাপানে বিএনপির রাষ্ট্রবিনির্মাণের ৩১ দফা প্রচারণা

জুবায়েদ হত্যার প্রতিবাদে সারা দেশে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা

এল ক্লাসিকোর আগে কষ্টের জয়ে শীর্ষে রিয়াল

জবি ছাত্রদল নেতা খুন : বংশাল থানা অবরোধ

ঢাবিতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি 

বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা করা হচ্ছে : মিডিয়া সেল 

বিএনপি ক্ষমতায় গেলে নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়ন হবে : এসএম জাহাঙ্গীর

অ্যানফিল্ডে এক দশকের অভিশাপ ভাঙল ম্যানচেস্টার ইউনাইটেড

রূপনগরে আগুন / ডিএনএ শনাক্তের পর ১৬ মরদেহ পেলেন স্বজনেরা

১০

জবি শিক্ষার্থী জুবায়েদ হত্যার ঘটনায় তার ছাত্রী আটক 

১১

সুন্দরবনের সম্পদ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে : বাসস চেয়ারম্যান

১২

রোমাঞ্চকর জয়ে ভারতকে হারিয়ে সেমিতে ইংল্যান্ড

১৩

বিশেষজ্ঞদের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক

১৪

‘আগুন লাগার ঘটনা জনমনে আতঙ্ক সৃষ্টি করছে’

১৫

কিডনি রোগীদের জন্য যে ১০ খাবার নিষেধ

১৬

গাজায় আবারও ইসরায়েলের বিমান হামলা 

১৭

গোপালগঞ্জের কাশিয়ানীতে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৮

আ.লীগের কেন্দ্রীয় ১ নেতা গ্রেপ্তার

১৯

হোটেলে নাশতা খেয়ে শিশুসহ ৬ জন অজ্ঞান

২০
X