আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৩, ০৫:০৮ এএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৩, ০৫:১২ এএম
অনলাইন সংস্করণ

যুবলীগ নেতার হাতে আ.লীগ নেতা লাঞ্ছিত!

আজমিরীগঞ্জ যুবলীগের আহ্বায়ক বাবলু রায় (বামে) ও উপজেলা আ.লীগের সহসভাপতি মঞ্জু কান্তি রায় (ডানে)। ছবি : কালবেলা
আজমিরীগঞ্জ যুবলীগের আহ্বায়ক বাবলু রায় (বামে) ও উপজেলা আ.লীগের সহসভাপতি মঞ্জু কান্তি রায় (ডানে)। ছবি : কালবেলা

হবিগঞ্জের আজমিরীগঞ্জে দুর্গাপূজার চাঁদা চাওয়ার জের ধরে উপজেলা যুবলীগের আহ্বায়ক বাবলু রায়ের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মঞ্জু কান্তি রায়কে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে।

শুক্রবার (১৩ অক্টোবর) সকালে পৌরশহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন মঞ্জু কান্তি রায়ের মালিকানাধীন ব্যাবসা প্রতিষ্ঠানে এই ঘঠনা ঘটে। তবে বিষয়টি নিয়ে দুজনেই একে অপরকে দোষারোপ করছেন।

উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মঞ্জু কান্তি রায় জানান, ‘বৃহস্পতিবার বিকেলে কয়েকজন পূজার চাঁদার জন্য আমার দোকানে আসেন। আমি চাঁদা পরে দেওয়ার কথা বললে তারা আমার সঙ্গে তর্কে জড়ায়। শুক্রবার সকালে বাবলু ও একই গ্রামের অসীম রায়ের নেতৃত্বে ৩০/৪০ জন আমার দোকানে প্রবেশ করে আমাকে গালমন্দ ও লাঞ্ছিত করেন। আমি এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’

যুবলীগের আহ্বায়ক বাবলু রায় বলেন, ‘বৃহস্পতিবার মঞ্জু কান্তি রায়ের দোকানে আমাদের পাড়ার কয়েকজন মুরব্বী সার্বজনীন দুর্গাপূজার চাঁদার জন্য যান। ওনি তাদের সঙ্গে অসদাচরণ করেন। শুক্রবার সকালে বিষয়টি ওনাকে জিজ্ঞেস করতে গেলে তিনি পুনরায় আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। এ নিয়ে কথাকাটি হয়েছে আর কিছু নয়।’

আজমিরীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ কালবেলাকে বলেন, ‘পূজার চাঁদা নিয়ে দুজনের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। উভয়কে নিয়ে বসে বিষয়টি মিমাংসা করা হবে।’

খোঁজ নিয়ে স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে বাবলু রায়ের গ্রামের (সদর ইউনিয়নের বিরাট উজানপাড়া) পূজা উদযাপন কমিটির কয়েকজন সদস্য পৌরশহরে মঞ্জু কান্তি রায়ের ব্যাবসা প্রতিষ্ঠানে চাঁদার জন্য যান। এ সময় মঞ্জু কান্তি রায় চাঁদা পরে দেবেন বলে জানালে এ নিয়ে তাদের মধ্য বাকবিতণ্ডা হয়। শুক্রবার সকালে যুবলীগের আহ্বায়ক বাবলু রায় ও অসীম রায়ের নেতৃত্বে ৩০/৪০ জন লোক মঞ্জু কান্তি রায়ের ব্যাবসা প্রতিষ্ঠান যায়। এ সময় চাঁদার বিষয়টি নিয়ে পুনরায় তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে বাবলু রায় ও অসীম রায়ের নেতৃত্বে মঞ্জু কান্তি রায়কে অকথ্য ভাষায় গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নুরুদ্দিন অপুর ধানের শীষের সমর্থনে এক হলেন শরীয়তপুর ৩ আসনের সব দল

ডাকসু সদস্য সর্বমিত্র চাকমাকে শোকজ

আশি বছর বয়সী তুতা মিয়ার জীবন কাটে রিকশার প্যাডেলে

নির্বাচনী প্রতিশ্রুতি নয়, জনগণের প্রতি দায়বদ্ধতা : রবিন

বিএনপি নেতা আনম সাইফুলের মা জাহানারা বেগম আর নেই

ইরানে হামলায় নিজেদের ভূখণ্ড ব্যবহারের অনুমতি দেবে না আমিরাত

সবার জন্য ন্যায়বিচার ও কর্মসংস্থানের বাংলাদেশ গড়া হবে : জামায়াত আমির

যে কোনো সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা চুক্তি সই : জেলেনস্কি

ইরান ইস্যুতে ইরাক থেকে হুমকি পেল যুক্তরাষ্ট্র

১০

বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করল আইসিসি

১১

স্বর্ণের দামে নতুন ইতিহাস, ভরিতে বাড়ল ৫ হাজার

১২

অভিনয় ছেড়ে দুবাইয়ে ব্যবসায় মজেছেন অভিনেত্রী

১৩

জামিন পেলেও এখনই মুক্তি মিলছে না সাদ্দামের

১৪

নারী নির্মাতাদের চলচ্চিত্র নির্মাণ কর্মশালার দ্বিতীয় আসর সম্পন্ন 

১৫

‘ইয়ামাল অন্য গ্রহের খেলোয়াড়’

১৬

ছাদখোলা বাসে রাজশাহী ওয়ারিয়র্সকে বরণ, উৎসবে মাতল পুরো নগরী

১৭

নন-ক্যাডার শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা

১৮

একুশে বইমেলা ২০২৬ / প্রকাশকদের অনুরোধে স্টল ভাড়া কমল যত

১৯

গাজায় শেষ বন্দির মরদেহ উদ্ধারের দাবি ইসরায়েলের

২০
X