রাজশাহী থেকে সারা দেশে বাস চলাচল বন্ধ রয়েছে। রোববার (১৫ অক্টোবর) সকাল থেকে এ ধর্মঘট শুরু করেন রাজশাহীর বাস মালিক ও শ্রমিকরা। নাটোরের পরিবহন শ্রমিকদের সঙ্গে বিরোধের জেরে ধর্মঘট করেন তারা। এতে বিপাকে পড়েছেন যাত্রীরা।
রাজশাহীর পরিবহন মালিক ও শ্রমিকরা জানান, রোববার সকালে নাটোরের পরিবহন শ্রমিকরা তাদের সঙ্গে খারাপ আচরণ করেছেন। এরই জেরে রাজশাহী থেকে কোনো বাস চলছে না। নাটোরের পরিবহন শ্রমিকরা দীর্ঘদিন ধরেই রাজশাহী থেকে ছেড়ে যাওয়া বিভিন্ন রুটের যানবাহনগুলোর সঙ্গে খারাপ আচরণ করছেন বলে তাদের অভিযোগ। এমনকি এখনকার বাসগুলোকে মাঝপথে আটকে রাখার ঘটনাও ঘটে।
মন্তব্য করুন