কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ০২:১৩ এএম
অনলাইন সংস্করণ

হাসপাতাল থেকে অসুস্থ বাবাকে রাস্তায় ফেলে গেলেন ছেলে

রাস্তার পাশে পড়ে আছেন অসহায় বৃদ্ধ। ছবি : সংগৃহীত
রাস্তার পাশে পড়ে আছেন অসহায় বৃদ্ধ। ছবি : সংগৃহীত

মহাসড়ক দিয়ে চলছে হাজারও গাড়ি। স্টেশনেও নামছে অগণিত যাত্রী। এসব লোকের পানে চেয়ে চোখ দিয়ে পানি ঝরাচ্ছেন এক বৃদ্ধ বাবা। এভাবে চোখের পানি শুকালেও দেখা নেই ছেলেদের। তবুও চেয়ে আছেন পথের পানে। কারণ ছেলেরা তাকে কথা দিয়েছে এখান থেকে নিয়ে যাবে। তারাই এখানে তাকে বসে থাকতে বলেছে।

ঠিক এমন অবস্থায় সড়কের পাশে পড়ে আছেন সত্তরোর্ধ্ব প্যারালাইসিস আক্রান্ত এক বৃদ্ধ বাবা। অপেক্ষা করছেন ছেলেদের আসার। গত ৬ অক্টোবর ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার বড়গোবিন্দপুর স্টেশন এলাকায় পড়ে রয়েছেন তিনি। আর ঠিক পাশেই রয়েছে ভাঙা হুইল চেয়ার। প্যারালাইসিস আক্রান্ত হওয়ায় করতে পারছেন না নড়াচড়া। ফলে একই স্থানে মল-মূত্র ত্যাগ করছেন তিনি। এভাবে সপ্তাহের বেশি পেরিয়ে গেলেও খোঁজ নেননি ছেলেরা।

সড়কের পাশে পড়ে থাকায় অনেকের নজরে এলেও এড়িয়ে যাচ্ছেন তারা। কেননা বাড়তি ঝামেলায় পড়তে চাননা কেউ ই। আবার কেউ এগিয়ে যেতে চাইলেও আইনি ঝামেলার ভয়কে জয় করতে পারেননি তারা। সবশেষ পাশে দাঁড়িয়েছেন রাইহানা ইসলাম রুনা নামের এক নারী।

তিনি জানান, গতমাসে বাবাকে হারিয়েছেন তিনি। গত ৮ অক্টোবর সকালে গোবিন্দপুর স্টেশনে নেমে গ্রামের বাড়িতে যাওয়ার পথে দৃশ্যটি চোখে পড়ে। তার অবস্থা দেখে আবার বাবার কথা মনে পড়ে যায়। ফলে আবেম ধরে রাখতে পারিনি।

রুনা জানান, বৃদ্ধের সাথে কথা বলে জানতে পারি তাকে ছেলেরা হাসাপাতাল থেকে বাড়ি নেওয়ার কথা বলে হুইল চেয়ারে বসিয়ে রেখে গেছে। বিষয়টি জেনে চান্দিনা থানা পুলিশ ও উপজেলা সমাজসেবা কার্যালয়ে যোগযোগ করেন তিনি। তবে তাতে সুরাহা হয়নি। ফলে তিনি সাংবাদিকদের জানান।

শনিবার (১৪ অক্টোবর) বিকেলে সরেজমিনে দেখা যায়, মহাসড়কের পাশেই পড়ে আছেন বৃদ্ধ। প্যারালাইসিস হওয়ায় হুইল চেয়ার থেকে পড়ে গিয়েকপালের পাশে ও পায়ে চোট পেয়েছেন। অসুস্থতা আর অনাহারে কথা বলার মতো তেমন শক্তিও নেই তার।

অস্পষ্ট স্বরে ভাঙা গলায় বলেন, আমাকে হাসপাতাল থেকে বাড়ি নেওয়ার কথা বলে গাড়ি থেকে নামিয়ে এখানে রেখে গেছে ছেলেসহ দুজনে। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নয়নপুর গ্রামের বাসিন্দা ও তিন ছেলে এবং এক মেয়ের জনক। ছেলেদের সবাই সরকারি চাকরি করেন।

এ ঘটনা মোবাইলে উপজেলা নির্বাহী অফিসার তাপস শীলকে জানানো হলে তিনি শনিবার রাতেই ঘটনাস্থলে আসেন। এরপর নিজ গাড়িতে করে ওই বৃদ্ধকে হাসপাতালে নিয়ে যান। এমনকি অবিভাবকের জায়গায় নিজের নাম লিখেন তিনি।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আরিফুর রহমান জানান, তাকে হাসপাতালে আনার পর থেকে চিকিৎসা সেবা চলছে। তার বাম হাত-পা প্যারালাইসড। এছাড়া অযত্ন অবহেলা ও বার্ধক্যজনিত কারণে মানসিক অস্থিরতাও রয়েছে। বর্তমানে তাকে পর্যবেক্ষণে রাখা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে সমাবেশ শেষে এনসিপির পদযাত্রায় হামলা

বাংলাকে স্বৈরাচার মুক্ত করতে বুলেটে জীবন যায় ওয়াসিমের

নতুন কোচ পেলেন হামজারা

শিশু সামিয়ার পাশে ঢাকার পুলিশ সুপার

গোপালগঞ্জে সমাবেশের মঞ্চে এনসিপির কেন্দ্রীয় নেতারা

জবি ছাত্রী হলের ফি প্রদানের নোটিশ, শিক্ষার্থীদের ক্ষোভ

আবু সাঈদকে স্মরণ করে জামায়াত আমিরের স্ট্যাটাস

অভিজ্ঞতা না থাকলেও আবেদন করতে পারবেন সূর্যের হাসি নেটওয়ার্কে

লাশ পোড়ানো মামলা / পলাতক ৮ আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

আন্তর্জাতিক ইকোনমিক্স অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশ

১০

ব্যালন ডি’অরের দৌড়ে কে এগিয়ে, কে পিছিয়ে!

১১

কয়রায় ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা

১২

প্রকৌশলীকে লাথি মেরে বের করে দেওয়ার হুমকি জামায়াত নেতার

১৩

গোপালগঞ্জকে সঙ্গে নিয়েই নতুন বাংলাদেশ গড়ব : তাসনিম জারা

১৪

অস্ত্রধারী সন্ত্রাসী সালমান শাহ গ্রেপ্তার

১৫

জেসিআই ঢাকা প্রেস্টিজের ব্যতিক্রমধর্মী সাধারণ সভা অনুষ্ঠিত ও নতুন নেতৃত্ব নির্বাচন

১৬

ভারতীয় সিনেমায় জয়াকে নিয়ে আপত্তি কংগ্রেস নেত্রীর

১৭

রাজনৈতিক কারণে পাঠ্যবইয়ে জায়গা হয়নি শহীদ ওয়াসিমের : ছাত্রদল সেক্রেটারি

১৮

আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পাসওয়ার্ড কতটা নিরাপদ

১৯

ইতিহাসে রেকর্ড দামের পর দরপতন বিটকয়েনের

২০
X