পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা শ্রমিক লীগের নতুন কমিটি হয়েছে। এতে সভাপতি হয়েছেন ফারুক খান এবং সাধারণ সম্পাদক হয়েছেন খান মহসিন। রোববার (১৫ অক্টোবর) পটুয়াখালী জেলা শ্রমিক লীগের সভাপতি তোফাজ্জল হোসেন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের সই করা একটি চিঠিতে কমিটির অনুমোদন দেওয়া হয়। পটুয়াখালী জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান বিষয়টি নিশ্চিত করেছেন।
কমিটিতে সাতজন সহসভাপতি ও পাঁচজনকে যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে পাঁচজনকে। আগামী এক বছর এ কমিটি দায়িত্ব পালন করবে।
মন্তব্য করুন