জামালপুরের মাদারগঞ্জে সাবিনা বেগম নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) বিকেলে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের পশ্চিম জটিয়ার এলাকায় এ ঘটনা ঘটে।
মাদারগঞ্জ মডেল থানার মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
সাবিনা বেগম (৩৬) ওই এলাকার সৌদি প্রবাসী নাইস মন্ডলের স্ত্রী। এ দম্পতির কলেজ পড়ুয়া মেয়ে ও মাদ্রাসা পড়ুয়া একটি ছেলেসন্তান রয়েছে।
স্থানীয় ইউপি সদস্য আবদুল্লাহ আল মতিন জানান, প্রতিদিনের ন্যায় বুধবার (১৮ অক্টোবর) দুপুরের পর নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন সাবিনা বেগম। দুপুর ৩টার দিকে তার শাশুড়ি মর্জিনা বেগম পান খাওয়ার জন্য তার পুত্রবধূকে দরজা খুলতে বললে কোনো সাড়াশব্দ না পাওয়ায় আশপাশের মানুষকে খবর দেয়। পরে আশপাশের মানুষ এসে দরজা ভেঙে গলায় দড়ি পেঁচানো ঝুলন্ত লাশ উদ্ধার করে।
কারো অভিযোগ না থাকায় ও পরিবারের আবেদন ছাড়াই ময়নাতদন্তের ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয় মডেল থানা পুলিশ।
মাদারগঞ্জ মডেল থানার মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুল হক বলেন, প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের খবরে পুলিশ ঘটনাস্থলে যান। প্রাথমিকভাবে মনে হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। নিহতের পরিবারের কারো কোনা অভিযোগ না থাকায় ও তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
মন্তব্য করুন