সৈয়দ আশফাকুল ইসলাম টিটু বলেছেন, এ অঞ্চলে শেখ হাসিনা এবং সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে যে উন্নয়ন হয়েছে বিগত ৫০ বছরেও সে উন্নয়ন হয়নি। যত উন্নয়ন হয়েছে সব আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে। ব্রিজ ও রাস্তাঘাটের যেমন অভূতপূর্ব উন্নয়ন হয়েছে, তেমনি হয়েছে আসাদুজ্জামান খান অডিটরিয়াম, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন অবকাঠামোগত প্রতিষ্ঠানের।
বুধবার (২৫ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে উন্নয়ন সমাবেশ ও শোভাযাত্রা শেষে এসব কথা বলেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু। কিশোরগঞ্জের হোসেনপুরে সৈয়দ আশরাফুল ইসলাম ব্রিগেডের আয়োজনে এ সমাবেশ ও শোভাযাত্রার আয়োজন করা হয়।
বিকেলে উপজেলা সদরের হাসপাতাল মোড়ে উন্নয়ন সমাবেশের মঞ্চে প্রধান অতিথি ছিলেন তিনি। পরে শোভাযাত্রা শুরু হয়ে বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। সমাবেশ ও শোভাযাত্রায় উপজেলার সবকটি ইউনিয়ন ও পৌর এলাকা থেকে বৈঠা হাতে কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
এ সময় কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওলাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলাম ব্রিগেড, হোসেনপুর শাখার আহ্বায়ক রাইসুল হাসান কেনেডি, কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফ আলীসহ আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন