আতাউর রহমান, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৩, ০৪:৫০ পিএম
অনলাইন সংস্করণ

কোয়ার্টারের আঙিনায় সবজি বাগান করে প্রশংসিত স্যানিটারি ইন্সপেক্টর

সরকারি কোয়ার্টারের আঙিনায় সবজি বাগান করেছেন স্যানিটারি ইন্সপেক্টর পারভীন সুলতানা। ছবি : কালবেলা
সরকারি কোয়ার্টারের আঙিনায় সবজি বাগান করেছেন স্যানিটারি ইন্সপেক্টর পারভীন সুলতানা। ছবি : কালবেলা

দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে- প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা মেনে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি কোয়ার্টারের আঙিনায় সবজি বাগান করে তাক লাগালেন ওই উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর পারভীন সুলতানা। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এমন উদ্যোগে প্রশংসিতও হচ্ছেন তিনি। ওই আঙিনায় বেশ কয়েক রকমের শাকসবজি আবাদ করেছেন। তিনি প্রমাণ করেছেন ইচ্ছে থাকলে অসম্ভব বলে কিছু নেই। এসব সবজি দিয়ে নিজের পরিবারের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি প্রতিবেশীদের মাঝে এসব সবজি উপহারস্বরূপ বিতরণও করছেন তিনি।

সরেজমিনে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি কোয়ার্টারের আঙিনায় পতিত জায়গায় জৈবসার ব্যবহার করে বিষমুক্ত বেশ কয়েক রকমের সবজি চাষ করা হয়েছে। এর মধ্যে রয়েছে শিম, কাঁচামরিচ, পেঁপে, মিষ্টিকুমড়া, বেগুন, শসা, ডাঁটা, লাউ, করলা ইত্যাদি। শাকের মধ্যে রয়েছে পুঁইশাক, কলমি, লাল শাক। সকালে অফিস সময়ের আগে ও পরে ওই সবজি ক্ষেতের পরিচর্যা করেন তিনি। উৎপাদিত এসব সবজি দিয়ে নিজের পরিবারের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি প্রতিবেশীদের মাঝেও বিতরণ করছেন তিনি।

স্যানিটারি ইন্সপেক্টর পারভীন সুলতানা বলেন, কোয়ার্টারের সামনের জায়গাটিতে দীর্ঘদিন ধরেই আমি এভাবে সবজি চাষ করে আসছি। এবার পরিসরটা একটু বাড়িয়ে নিয়েছি। পরিত্যক্ত জায়গায় সবজি বাগান করার কারণে কোয়ার্টারের রূপ বদলে গেছে। দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে - প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা অনুযায়ী কোয়ার্টারের আঙিনার পরিত্যক্ত জায়গায় সবজি চাষ করে সাফল্য পেয়েছি। এতে আমার কায়িক শ্রমও হয়, শরীর ভালো থাকে।

তিনি আরও বলেন, বাজারে প্রায় সবধরনের সবজির দাম বেশি। তার কারণ, চাহিদার চেয়ে উৎপাদন কম। আন্তরিকতা থাকলে দেশের সব সরকারি-বেসরকারি সব অফিস ও ঘর-বাড়ির পরিত্যক্ত জায়গায় এমন সবজি বাগান গড়ে তোলা সম্ভব। এতে বাজারে সবজির দাম লাগামহীন হবে না।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন বলেন, উপজেলা কৃষি অফিস থেকে স্যানিটারি ইন্সপেক্টর পারভীন সুলতানাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারের অন্যান্য বাসিন্দাদের বিভিন্ন সবজির বীজ সংগ্রহ করে দিয়েছি। কোয়ার্টারের সব পতিত জায়গায় এসব বীজ বপন করে সবজি বাগান গড়ার পরামর্শ দিয়েছি। এতে করে বিষমুক্ত সবজি ও পুষ্টির চাহিদা পূরণ হবে স্বাস্থ্য কমপ্লেক্সে বসবাসরত বাসিন্দাদের। এ সময় তিনি সব অফিস ও বসতবাড়ির আঙিনায় পরিত্যক্ত জায়গায় সবজি বা ফল চাষের আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ সরে দাঁড়ানোয় সুযোগ পাওয়া স্কটল্যান্ডের বিশ্বকাপ দল ঘোষণা

সুপার সিক্সে বাংলাদেশের প্রতিপক্ষ যারা

শাবিপ্রবিতে ভর্তি শুরু ৩ ফেব্রুয়ারি

সরিষা ফুলের হলুদ মোহ দেখতে দর্শনার্থীদের ভিড়

একীভূত হচ্ছে সরকারের ৬ প্রতিষ্ঠান

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ম খা আলমগীরসহ ১৩ জনের বিরুদ্ধে ইইউবি’র মামলা

বিশ্বকাপে না থাকা বাংলাদেশের প্রতি যে বার্তা দিল স্কটল্যান্ড

দেশে মাদক সেবনকারী ৮২ লাখ, প্রায় ৬১ লাখই গাঁজাখোর

চমক রেখে বিশ্বকাপের জন্য দল ঘোষণা ওয়েস্ট ইন্ডিজের

একটি দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে : দুলু

১০

ওয়ারেন্টভুক্ত আসামি রাশেদ গ্রেপ্তার

১১

ছবি তোলায় আদালত চত্বরে সাংবাদিকের ওপর হামলা বিআরটিএ’র কর্মকর্তার

১২

৫ শীর্ষ ব্যবসায়ীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের ঘণ্টাব্যাপী বিশেষ বৈঠক

১৩

আগামীতে নারীদের প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে : জামায়াত

১৪

ডেমোক্র্যাটের মুসলিম নারী সদস্যের সম্পদ নিয়ে তদন্তের ঘোষণা ট্রাম্পের

১৫

ভোটের দিন ফজর নামাজ পড়ে কেন্দ্রে যাবেন, ফলাফল নিয়ে ঘরে ফিরবেন : কায়কোবাদ

১৬

‘ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জাতি দায়মুক্ত হতে পারে না’

১৭

সন্ত্রাসী হামলায় ১০ সাংবাদিক আহত

১৮

বিশ্বকাপ বয়কটের দাবি জোরালো হচ্ছে

১৯

সাফে ব্যর্থতার নেপথ্যে কি ইনতিশার!

২০
X