দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে- প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা মেনে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি কোয়ার্টারের আঙিনায় সবজি বাগান করে তাক লাগালেন ওই উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর পারভীন সুলতানা। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এমন উদ্যোগে প্রশংসিতও হচ্ছেন তিনি। ওই আঙিনায় বেশ কয়েক রকমের শাকসবজি আবাদ করেছেন। তিনি প্রমাণ করেছেন ইচ্ছে থাকলে অসম্ভব বলে কিছু নেই। এসব সবজি দিয়ে নিজের পরিবারের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি প্রতিবেশীদের মাঝে এসব সবজি উপহারস্বরূপ বিতরণও করছেন তিনি।
সরেজমিনে দেখা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি কোয়ার্টারের আঙিনায় পতিত জায়গায় জৈবসার ব্যবহার করে বিষমুক্ত বেশ কয়েক রকমের সবজি চাষ করা হয়েছে। এর মধ্যে রয়েছে শিম, কাঁচামরিচ, পেঁপে, মিষ্টিকুমড়া, বেগুন, শসা, ডাঁটা, লাউ, করলা ইত্যাদি। শাকের মধ্যে রয়েছে পুঁইশাক, কলমি, লাল শাক। সকালে অফিস সময়ের আগে ও পরে ওই সবজি ক্ষেতের পরিচর্যা করেন তিনি। উৎপাদিত এসব সবজি দিয়ে নিজের পরিবারের পুষ্টির চাহিদা মেটানোর পাশাপাশি প্রতিবেশীদের মাঝেও বিতরণ করছেন তিনি।
স্যানিটারি ইন্সপেক্টর পারভীন সুলতানা বলেন, কোয়ার্টারের সামনের জায়গাটিতে দীর্ঘদিন ধরেই আমি এভাবে সবজি চাষ করে আসছি। এবার পরিসরটা একটু বাড়িয়ে নিয়েছি। পরিত্যক্ত জায়গায় সবজি বাগান করার কারণে কোয়ার্টারের রূপ বদলে গেছে। দেশের এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে - প্রধানমন্ত্রীর এমন নির্দেশনা অনুযায়ী কোয়ার্টারের আঙিনার পরিত্যক্ত জায়গায় সবজি চাষ করে সাফল্য পেয়েছি। এতে আমার কায়িক শ্রমও হয়, শরীর ভালো থাকে।
তিনি আরও বলেন, বাজারে প্রায় সবধরনের সবজির দাম বেশি। তার কারণ, চাহিদার চেয়ে উৎপাদন কম। আন্তরিকতা থাকলে দেশের সব সরকারি-বেসরকারি সব অফিস ও ঘর-বাড়ির পরিত্যক্ত জায়গায় এমন সবজি বাগান গড়ে তোলা সম্ভব। এতে বাজারে সবজির দাম লাগামহীন হবে না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু হাসনাত মো. মহিউদ্দিন মুবিন বলেন, উপজেলা কৃষি অফিস থেকে স্যানিটারি ইন্সপেক্টর পারভীন সুলতানাসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কোয়ার্টারের অন্যান্য বাসিন্দাদের বিভিন্ন সবজির বীজ সংগ্রহ করে দিয়েছি। কোয়ার্টারের সব পতিত জায়গায় এসব বীজ বপন করে সবজি বাগান গড়ার পরামর্শ দিয়েছি। এতে করে বিষমুক্ত সবজি ও পুষ্টির চাহিদা পূরণ হবে স্বাস্থ্য কমপ্লেক্সে বসবাসরত বাসিন্দাদের। এ সময় তিনি সব অফিস ও বসতবাড়ির আঙিনায় পরিত্যক্ত জায়গায় সবজি বা ফল চাষের আহ্বান জানান।
মন্তব্য করুন