রাজশাহী ব্যুরো
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৩, ০২:২৯ পিএম
অনলাইন সংস্করণ

রাজশাহীতে চিকিৎসক হত্যার বিচার দাবিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম

রাজশাহী মেডিকেল কলেজের সামনে বিএমএ রাজশাহী শাখা আয়োজিত মানববন্ধনে চিকিৎসকরা। ছবি : কালবেলা
রাজশাহী মেডিকেল কলেজের সামনে বিএমএ রাজশাহী শাখা আয়োজিত মানববন্ধনে চিকিৎসকরা। ছবি : কালবেলা

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের চিকিৎসক গোলাম কাজেম আলী আহমেদের হত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে রাজশাহী মেডিকেল কলেজের সামনে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) রাজশাহী শাখা আয়োজিত মানববন্ধন থেকে এই আলটিমেটাম দেওয়া হয়।

মানববন্ধনে বিএমএ রাজশাহী শাখার সাধারণ সম্পাদক ডাক্তার নওশাদ আলী বলেন, ‘চিকিৎসাসেবা বাদ দিয়ে সহকর্মী হত্যার প্রতিবাদে রাস্তায় নামতে হয়েছে। হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারিনি। এমনকি এ হত্যাকাণ্ডের রহস্যজটও উন্মোচন করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী, যা উদ্বেগের।’

তিনি আরও বলেন, আমার চাই না এটি নিয়ে বৃহত্তর অন্দোলন করতে। তবে আগামী ৭২ ঘণ্টার মধ্যে এ মামলার কোনো অগ্রগতি না হলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। সহকর্মীর হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার না করা হলে রাজপথে নামারও হুঁশিয়ার দেন তিনি।

বিএমএ রাজশাহী শাখার সভাপতি ডা. এবি সিদ্দীকের সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা আরও বলেন, শান্তির নগরী রাজশাহীতে হত্যার ঘটনা খুবই উদ্বেগজনক। ডাক্তাররা চরম আতঙ্কের মধ্যে দিন পার করছেন। তারা স্বাভাবিক চিকিৎসাসেবায় মনোনিবেশ করতে পারছেন না। এই নগরীতে হঠাৎ করেই একাধিক হত্যার ঘটনা ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনী এখনো অপরাধীদের শনাক্ত করতে পারেনি। তাই আগামী ৭২ ঘণ্টার মধ্যে অপরাধীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এই সময়ের মধ্যে অপরাধীরা গ্রেপ্তার না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুশিয়ারীও দেওয়া হয়।

বক্তারা আরও বলেন, ডা. কাজেম আলী শহরের একজন নামকরা চর্মরোগ বিশেষজ্ঞ ছিলেন। এ ছাড়াও তিনি দক্ষ কমসেটিক সার্জন হিসেবেও ব্যাপক পরিচিতি পান। তার মৃত্যুতে রোগীরা সুচিকিৎসা থেকে অনেকটাই বঞ্চিত হবেন। তাই সুষ্ঠু তদন্ত করে রোগীবান্ধব এই চিকিৎসকের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে।

এ সময় অন্যদের মধ্যে স্বাধীনতা চিকিৎসক পরিষদ রাজশাহীর সভাপতি ডাক্তার চিন্ময় কান্তি দাস, স্বাধীনতা চিকিৎসক পরিষদ রামেকের সভাপতি ডাক্তার খলিলুর রহমান, বিএমএ রাজশাহী শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার আব্দুল্লাহ আল মামুনসহ অনান্য চিকিৎসক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রাজশাহীতে রোববার রাতে মাত্র চার ঘণ্টার ব্যবধানে চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. গোলাম কাজেম আলী আহমাদ এবং পল্লী চিকিৎসক এরশাদ আলী দুলাল দুর্বৃত্তদের হাতে খুন হন। এ ঘটনায় ওই দুই চিকিৎসক হত্যার ঘটনায় রাজশাহীর দুই থানায় মামলা দায়ের করেছেন নিহত পরিবারের স্বজনরা। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে চিকিৎসক কাজেম আলীর স্ত্রী ফারহানা ইয়াসমিন বাদী হয়ে আরএমপির রাজপাড়া থানায় মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত তিনজনকে আসামি করা হয়েছে।

অপরদিকে গ্রাম্য চিকিৎসক এরশাদ আলীকে অপহরণের পর হত্যার ঘটনায় তার ভাই রুহুল আমিন ৭ থেকে ৮ জনকে আসামি করে নগরীর চন্দ্রিমা থানায় মামলা দায়ের করেছেন। তবে এখন পর্যন্ত পৃথক এই হত্যাকাণ্ডের ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জামিলুর ইসলাম বলেন, রাজশাহীর দুই চিকিৎসক হত্যার ঘটনায় দুই পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীর যেসব এলাকায় সাত কলেজের ভ্রাম্যমাণ মঞ্চ ও গণজমায়েত

জিয়াউর রহমানের মাজারে ইউট্যাবের শ্রদ্ধা

উড়ন্ত বার্সেলোনার জয়রথ থামাল সোসিয়েদাদ

তেঁতুলিয়ায় কুয়াশার দাপট, তাপমাত্রা ৯ ডিগ্রির ঘরে

তারেক রহমানের গাড়িতে লাগানো খামটিতে কী ছিল

আবারও নির্বাচন কমিশন ঘেরাও করবে ছাত্রদল

পর্দায় প্রথমবারের মতো একসঙ্গে চঞ্চল-পরী

চিলিতে জরুরি অবস্থা / ভয়াবহ দাবানলে নিহত ১৮, বাস্তুচ্যুত ২০ হাজার মানুষ

জানুয়ারির ১৭ দিনে কোনো রেমিট্যান্স আসেনি যে ৮ ব্যাংকে 

এলপিজি নিয়ে সুখবর দিল সরকার

১০

পরিত্যক্ত ভবনে ৬ মরদেহ, সিসিটিভি ফুটেজে ধরা পড়ল সিরিয়াল কিলার

১১

সিরিয়া সরকার ও এসডিএফের যুদ্ধবিরতি চুক্তি

১২

পাকিস্তান পয়েন্টে চা খেয়ে ফেরা হলো না ২ ভাইয়ের 

১৩

দেশের উন্নয়নে তরুণদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ : নুরুদ্দিন অপু

১৪

জেআইসিতে গুম-নির্যাতন / শেখ হাসিনা ও ১২ সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

১৫

উচ্চ রক্তচাপে লবণ একেবারে বাদ? শরীরে হতে পারে যে সমস্যাগুলো

১৬

বিচ্ছেদের পর সুখবর দিলেন তাহসান খান

১৭

বড় ব্যবধানে এগিয়ে থাকার সুযোগ হারাল আর্সেনাল

১৮

ঢাকায় শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১৯

সকাল থেকে টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২০
X