ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে বিক্ষোভ করেছে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ শিক্ষার্থীরা। এসময় প্রশাসনিক ভবন ঘেরাও এবং ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেয় তারা।
সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে দিনব্যাপী এই কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এসময় আগামী ২৪ ঘণ্টার মধ্যে ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান তারা।
বিক্ষোভকারী শিক্ষার্থীরা বলেন, আমরা সাধারণ শিক্ষার্থীরা বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের জন্য দাবি জানিয়ে আসছিল। কিন্তু প্রশাসন আমাদের দাবির বিষয়ে কোনো কর্ণপাত করছে না।
শিক্ষার্থীর বলেন, যখনই আন্দোলন করছি, তখনই কলেজ প্রশাসন আমাদের আশ্বাস দিয়ে থামিয়ে দিচ্ছে। আগামী কলেজ প্রশাসনকে ২৪ ঘণ্টার সময় দিচ্ছি। এই সময়ের মধ্যে বাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করা হলে কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
বিএম কলেজ অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম বলেন, বাকসু নির্বাচনের বিষয়ে কলেজ প্রশাসন অত্যন্ত আন্তরিক। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজনৈতিক এবং গণতন্ত্র চর্চায় নির্বাচন হওয়া জরুরি। এরই মধ্যে আমরা একটি কমিটিও গঠন করেছি। তারা নির্বাচনের বিষয়ে সার্বিক বিষয়ে সকল মহলের সঙ্গে আলাপ আলোচনা করছেন। খুব শিগগিরই এ বিষয়ে আমরা একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারবো।
জানা গেছে, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত বরিশাল সরকারি ব্রজমোহন কলেজে ২২টি বিভাগে বর্তমানে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। প্রতিষ্ঠার পর থেকেই বিএম কলেজে নিয়মিত ছাত্র সংসদ বা বাকসু নির্বাচন হয়ে আসছিল। সবশেষ ২০০৩ সালে নির্বাচন হয় বিএম কলেজে। এরপর তৎকালীন সরকারের এমপি-মন্ত্রীদের সদিচ্ছার অভাবে আর নির্বাচন হয়নি।
নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীরা ক্যাম্পাসের তাদের ন্যায্য দাবি থেকে বঞ্চিত হন। যে-কোনো সমস্যা সমাধান বা দাবি আদায় করতে হলে রাজপথে আন্দোলনে নামতে হয় তাদের। তাই ২০২৪ এর গণঅভ্যুত্থানের পর বাকসু নির্বাচনের দাবিতে আন্দোলনে নামে সাধারণ শিক্ষার্থীরা।
মন্তব্য করুন