আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৩, ০৪:৫৫ এএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ০৮:৫০ এএম
অনলাইন সংস্করণ

প্রথম সপ্তাহেই ‘কোটিপতি’ বঙ্গবন্ধু টানেল

বঙ্গবন্ধু টানেলে টোল আদায়ের দৃশ্য। ছবি : কালবেলা
বঙ্গবন্ধু টানেলে টোল আদায়ের দৃশ্য। ছবি : কালবেলা

কর্ণফুলীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলে এক সপ্তাহে টোল আদায় হয়েছে এক কোটি ৫ লাখ ৯৫০ টাকা। গত ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিক এই টানেল উদ্বোধনের পর রোববার (২৯ অক্টোবর) ভোর ৬টা থেকে গাড়ি চলাচল শুরু করে। এতে শনিবার (৪ নভেম্বর) বিকেল চারটা পর্যন্ত গাড়ি পারাপার করেছে ৪৭ হাজার ৪৩টি। তবে টানেলে পণ্য ও যাত্রীবাহী গাড়ির চেয়ে দর্শনার্থীদের গাড়ি বেশি চলাচল করেছে।

জানা যায়, গত ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী উদ্বোধন করার পরের দিন ভোর ৬টা বঙ্গবন্ধু টানেল দিয়ে যান চলাচল শুরু হয়। তবে মোটরসাইকেল ও থ্রি-হুইলার গাড়ি টানেল দিয়ে চলাচলে নিষেধ করে টানেল কর্তৃপক্ষ। পারপারকৃত যানবাহনের শ্রেণি ভেদে টোলের হার নির্ধারণ করা হয়েছে। এতে কার, জিপ ২০০ টাকা, পিকআপ ২০০ টাকা, মাইক্রোবাস ২৫০ টাকা, বাস (৩১ আসন বা এর কম) ৩০০ টাকা, বাস (৩২ আসন বা এর বেশি) ৪০০ টাকা, বাস (৩ এক্সেল) ৫০০ টাকা, ট্রাক (৫ টন পর্যন্ত) ৪০০ টাকা, ট্রাক (৫.০১ টন হতে ৮ টন পর্যন্ত) ৫০০ টাকা, ট্রাক (৮.০১ টন হতে ১১ টন পর্যন্ত) ৬০০ টাকা, ট্রাক-ট্রইলার (৩ এক্সেল) ৮০০ টাকা, ট্রাক-ট্রেইলার (৪ এক্সেল) ১০০০ টাকা এবং ট্রাক-ট্রেইলার (৪ এক্সেলের অধিক) ১০০০+প্রতি এক্সেল ২০০ টাকা করে নির্ধারণ করা হয়।

উদ্বোধনের পর পণ্য ও যাত্রীবাহী যান চলাচল কম থাকলেও টানেল দেখতে ভিড় বাড়তে থাকে দর্শনার্থীদের। শুক্রবার ও শনিবার ছুটির দিন হওয়ায় এই ভিড় আরও বেড়ে যায়। এতে দেখা যায় গত রোববার ভোর ছয়টা থেকে শনিবার বিকেল চারটা পর্যন্ত ৪৭ হাজার ৪৩টি গাড়ি চলাচল করলে এর মধ্যে শুধু গত ২৪ ঘণ্টায় পারাপার হয়েছে ১৪ হাজার ৭৯৮টি। এতে ২৪ ঘণ্টায় টোল আদায় হয়েছে ৩৩ লাখ ৫২ হাজার ১০০ টাকা।

তবে টানেলে গাড়ির গতি ঘণ্টায় ৬০ কিলোমিটার নির্ধারণ করলেও কিছু কিছু চালক বেপরোয়া গাড়ি চালানোর কারণে দুর্ঘটনাও ঘটেছে। গত সোমবার ভোররাত সাড়ে তিনটায় টোলপ্লাজার সামনে, মঙ্গলবার ও শুক্রবার রাতে টানেলের মাঝখানে বাস ও প্রাইভেট কারের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় কোনো হতাহত বা টানেলে কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছেন টানেল কর্তৃপক্ষ।

বঙ্গবন্ধু টানেলে দায়িত্বরত সহকারী প্রকৌশলী তানভীর রিফা বিষয়টি নিশ্চিত করে বলেন, গত এক সপ্তাহে বঙ্গবন্ধু টানেল দিয়ে ৪৭ হাজার ৪৩টি গাড়ি চলাচল করেছে। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৫ লাখ ৯৫০ টাকা। শুধু গত ২৪ ঘণ্টায় পারাপার হয়েছে ১৪ হাজার ৭৯৮টি। এতে ২৪ ঘণ্টায় টোল আদায় হয় ৩৩ লাখ ৫২ হাজার ১০০ টাকা। টানেলে দর্শনার্থী গাড়ি বেশি ছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোট দিতে ১ লাখ ৯৩ হাজারের বেশি প্রবাসীর নিবন্ধন 

‎বালু তোলার ড্রেজার-বাল্কহেড জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ এলাকাবাসী ‎

ব্রাজিলের প্রতিপক্ষ ইউরোপীয় দুই জায়ান্ট, কবে কোন ম্যাচ

এবার নারায়ণগঞ্জে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, একই পরিবারে দগ্ধ ৪ 

স্বীকৃতি-আশ্রয় ও যৌথভাবে মুক্তিযুদ্ধ করে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু হয়েছে ভারত : জামুকা

‘গন্তব্যহীন এই যাত্রায় নীরবতাই একমাত্র সঙ্গী’

বিপিএল: এবার আরও বড় চমক দেখাল নোয়াখালী এক্সপ্রেস

পৃথিবী কি এত গরম হয়ে যাচ্ছে যে মানুষ থাকতে পারবে না?

খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে কি না সিদ্ধান্ত রাতে

রফিককে গুলি করে হত্যার নেপথ্যে যা জানা গেল

১০

বিশ্বকাপে ‘সহজ’ গ্রুপে আর্জেন্টিনা, কী বললেন কোচ

১১

জলবায়ু পরিবর্তনে বিপজ্জনক হয়ে পড়ছে কর্মক্ষেত্র

১২

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ছাত্রদল নেতা মিথুনের সদকায়ে জারিয়া

১৩

শীতের দাপটে জবুথবু জনজীবন 

১৪

‘জিনের বাদশাহ’ সেজে মহিদুল হাতিয়ে নেন ১২ লাখ টাকা

১৫

প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরির সুযোগ

১৬

স্বর্ণ কিনবেন, জেনে নিন আজকের বাজারদর

১৭

অলিখিত ‘ফাইনালে’ মাঠে নামছে ভারত-দক্ষিণ আফ্রিকা

১৮

শীতে গোসল করার উপযুক্ত সময় কোনটি?

১৯

বুড়ি তিস্তা খনন প্রকল্পে ক্ষুব্ধ কৃষকরা, প্রতিবাদে মশাল মিছিল

২০
X