সারা দেশে বিএনপি ও সমমনা দলগুলোর টানা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচির শেষ দিনে গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও পরিবহনে অগ্নিসংযোগ করায় কালিয়াকৈর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ চার নেতাকর্মীকে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
আটকরা হলেন, কালিয়াকৈর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুজ্জামান শিপলু বকসি (৪৮), গাজীপুর সিটি করপোরেশনের ২নং ওয়ার্ড ছাত্রদলের দপ্তর সম্পাদক রাহাত হাসান (১৮), বিএনপির সক্রিয় সদস্য আরিফুল ইসলাম (২২) ও মোহাম্মদ বাবু (১৮)।
পুলিশ জানায়, বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের দ্বিতীয় দিন সকালে উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ও সফিপুর এলাকায় পরিবহনে অগ্নিসংযোগ করে। এই ঘটনায় উপজেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির চারজন নেতাকর্মী আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান এ তথ্য নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন