মেহেরপুরের জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে আলু ব্যবসায়ীসহ দুটি প্রতিষ্ঠানে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে গাংনী শহরে মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
মেহেরপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, আলু বিক্রেতাদের বিক্রয় রশিদ প্রদান না করায় মেসার্স সততা ভান্ডারের স্বত্বাধিকারী শাহাদুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মেয়াদউত্তীর্ণ শিশু খাদ্য বিক্রি করার অপরাধে গাংনী স্টুডেন্ট কর্নারের স্বত্বাধিকারী শফিকুল ইসলামকে ১৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
অভিযানের সময় জেলা কৃষি বিপণন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, গাংনী স্যানেটারি ইন্সপেক্টর মশিউর রহমানসহ জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন