সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৩, ০৩:১১ পিএম
অনলাইন সংস্করণ

সংসদে বসতে চেয়ারম্যানের চেয়ার ছাড়লেন সাইফুল

মোহাম্মদ সাইফুল ইসলাম। ছবি : সংগৃহীত
মোহাম্মদ সাইফুল ইসলাম। ছবি : সংগৃহীত

ঢাকার সাভারের আশুলিয়া থানাধীন ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ ছাড়লেন আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৯ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেতে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

বুধবার (৮ নভেম্বর) রাত ১১ টার দিকে নিজ ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে এলাকাবাসীকে বিষয়টি নিশ্চিত করেন মো. সাইফুল ইসলাম।

ফেসবুকে দেওয়া ওই পোস্টে তিনি লিখেন, ‘আমি আপনাদের সেবক। চেষ্টা করেছি সুখে দুঃখে আপনাদের পাশে থাকার। চেষ্টা করেছি এলাকার উন্নয়নের। আপনাদের শ্রদ্ধা, স্নেহ ও ভালোবাসার কাছে আমি চিরঋণী। তবুও মানুষ হিসেবে ভুলত্রুটি থাকবেই। কেউ যদি আমার কাছ থেকে কষ্ট পেয়ে থাকেন বা উন্নয়ন কাজের কোনো কমতি থেকে থাকে, আপনাদের কাছে ক্ষমাপ্রার্থী। যেভাবে আমার পাশে আপনারা ছিলেন, আশা করি আগামীতেও এভাবেই থাকবেন। সকলের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা জানিয়ে আমি আজকে জনবহুল ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছি। আমার জন্য দোয়া করবেন যাতে আগামীতে আরও বড় পরিসরে আপনাদের সেবায় নিয়োজিত হতে পারি।’

এর আগে একইদিন বিকেলে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নিয়মানুসারে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলামের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি।

ব্যক্তিগত কারণ দেখিয়ে জমা দেওয়া সেই পদত্যাগপত্রে লেখা ছিল,‘আমি বিগত ২০১৬ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে অত্যন্ত নিষ্ঠার সহিত দায়িত্ব পালন করে আসছি। বর্তমানে আমার ব্যক্তিগত কারনে চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করা সম্ভব নয়। আমি উক্ত পদ হতে অব্যাহতি চাই।’

বিষয়টি নিয়ে তিনি কালবেলাকে বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন দেওয়ায় আমি বিপুল ভোটে নির্বাচিত হয়েছি। আমার ওপর অর্পিত দায়িত্ব সুনামের সঙ্গে পালন করেছি। এখন সাভার আশুলিয়ার জনগণ আমাকে এমপি হিসেবে দেখতে চায়। জনগণের চাপের কারণে তপশিল ঘোষণার আগেই চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলাম।’

তিনি আরও বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস, আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার আমাকে মনোনয়ন দেবেন এবং আমি ঢাকা-১৯ আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নৌকার বিজয় উপহার দেব।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলাম বলেন, ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মাদ সাইফুল ইসলাম তার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আমরা রিসিভ করেছি। সেই অর্থে ধামসোনা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদটি এখন শূন্য। যিনি প্যানেল চেয়ারম্যান হিসেবে আছেন তিনি এখন চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশফুলের গালিচায় মোড়া বরিশালের বিসিক

উপ-সহকারীর ভরসায় চলছে ২০ শয্যার হাসপাতাল

মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক 

নদীর স্রোতে তলিয়ে গেল ৩ বোন

‘ভারতের মানচিত্রও মুছে যাবে’, পাকিস্তান সেনাবাহিনীর হুঁশিয়ারি

গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে : আনোয়ারুজ্জামান

প্রধান উপদেষ্টা ও ওসিকে হত্যার হুমকি যুবলীগ নেতার

অ্যানথ্রাক্সে মরছে গরু, আতঙ্কে কমেছে মাংস বিক্রি

নিখোঁজ ৫ জেলের সন্ধান মেলেনি সাত দিনেও

দক্ষ এমডির চরম সংকটে ব্যাংকিং খাত : গভর্নর 

১০

তারেক রহমানের পক্ষে শতাধিক কোরআন বিতরণ

১১

বিশ্ব রোবটিক্স প্রতিযোগিতা / জিহাদের উদ্ভাবিত রোবট ‘হেক্সাগার্ড রোভার’ পেল স্বর্ণপদক

১২

‘অসৎ মানুষের কাজে নয়, সমাজ ধ্বংস হয় সৎ মানুষের নীরবতায়’

১৩

গাজা অভিমুখে শহিদুল আলম, তারেক রহমানের ফেসবুক পোস্ট

১৪

ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক

১৫

বিনা অস্ত্রোপচারে ৮ নবজাতকের জন্ম

১৬

রেকর্ড গড়ে স্বর্ণের নতুন দাম ২ লাখ ছুঁইছুঁই

১৭

যদি বেঁচে থাকি, ভবিষ্যতে তাদের গলায়ও গামছা পরাব : নুর

১৮

যেখানে ইতিহাস আর ভালোবাসা মিলেমিশে একাকার

১৯

সাংবাদিকদের দুই দিন সাপ্তাহিক ছুটির দাবি 

২০
X