বাগেরহাটে মোংলা-খুলনা মহাসড়কে প্রাইভেট কারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। শুক্রবার (১০ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে মহাসড়কের রনসেন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বাগেরহাটের রামপাল থানা সূত্রে জানা যায়, প্রাইভেট কারটি দ্রুত গতিতে খুলনা থেকে মোংলা যচ্ছিল। মহাসড়কের রনসেন মোড় মাছের ডিপোর সামনে এলে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের চালক ঘটনাস্থলেই নিহত হন। মোটরসাইকেলের আরেক আরোহী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয়রা রামপাল হাসপাতালে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে জানান। এ আরোহীর নাম মো. হারুন-অর-রশীদ (২৭)। তিনি রাজশাহীর বাঘমারা এলাকার মজিবর রহমানের ছেলে। তবে মোটরসাইকেলের চালকের পরিচয় পাওয়া যায়নি। যানটি নম্বর প্ল্যাটবিহীন ছিল।
পুলিশ আরও জানায়, দুর্ঘটনার পর প্রাইভেট কারের চালক পালিয়ে যান। তাকে আটকের চেষ্টা চলছে।
মন্তব্য করুন