সিলেটে হোটেল থেকে জইন উদ্দিন (৩৯) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর বন্দর বাজারের লালবাজারের বনগাঁও হোটেলে বাথরুমের ফ্লোর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
জইন উদ্দিন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার নাদামপুর গ্রামের মো. মইজ উদ্দিন খানের ছেলে।
পুলিশ ও হোটেল সূত্রে জানা যায়, হোটেলে থাকা অবস্থায় কোনো সাড়াশব্দ না শুনে হোটেলের কর্মচারীরা পুলিশকে জানায়। পরে পুলিশ এসে ৪০১ নম্বর রুমের দরজা ভেঙে বাথরুমের ফ্লোরে তার লাশ উদ্ধার করা হয়। তাৎক্ষণিক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) আজবাহার আলী শেখ কালবেলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা খবর পেয়ে হোটেল বনগাঁওয়ের একটি রুমের বাথরুম থেকে জইন উদ্দিনের লাশ উদ্ধার করি। ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, তার রুমে অনুসন্ধান চালিয়ে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। কি কারণে মৃত্যু হয়েছে, তা আমরা ক্ষতিয়ে দেখছি। মামলা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন