লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পুকুরের পানিতে ডুবে মুসফিকা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের ধবলসতী চিলার বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মুসফিকা (৪) ওই এলাকার মহির উদ্দিন সুমনের মেয়ে।
পাটগ্রাম থানার ওসি ফেরদৌস ওয়াহিদ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুপুরে বাড়ির বাইরে খেলতে যায় শিশু মুসফিকা। বেশ কিছুক্ষণ পর শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার পরিবারের সদস্যরা। একপর্যায়ে পাশে একটি পুকুরে শিশুটিকে ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় লোকজনের সহায়তায় পরিবারের লোকজন শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে পাটগ্রামে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্বজনদের ধারণা, শিশুটি বাড়ির বাইরে খেলতে গিয়ে কোনো এক সময় পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়।
মন্তব্য করুন