

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় নিজ খরচে ও স্বেচ্ছায় শ্রম দিয়ে খানাখন্দে ভরা দেড় কিলোমিটার সড়ক সংস্কার করছেন আমিনুল ইসলাম রিপন নামে স্থানীয় এক যুবদল নেতা।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার ঐতিহ্যবাহী ভেলাবাড়ী বাজারের ব্যস্ততম সড়কটি ইট- খোয়া ও বালুমাটি ফেলে সংস্কার করেন। জনহিতকর এই কাজের জন্য এলাকার মানুষের প্রশংসায় ভাসছেন ওই যুবদল নেতা।
সরেজমিনে জানা গেছে, দীর্ঘদিন সংস্কারের অভাবে ওই বাজারের মধ্য দিয়ে বয়ে যাওয়া জনগুরুত্বপূর্ণ সড়কের পূর্ব পাশ থেকে পশ্চিম পাশ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়কটি নানা খানাখন্দে পরিণত হয়। স্বল্প বৃষ্টিতে জমে থাকত কাদাপানি। ফলে ছোট-বড় সব যানবাহন চলাচলে ছিল ঝুঁকি, লেগে থাকত ছোটখাটো দুর্ঘটনা। পরে বিষয়টি অনুধাবন করে ওই ভেলাবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আমিনুল ইসলাম রিপন নিজ খরচে ট্রাকযোগে এনে ইট, খোয়া ও মাটি ফেলে এবং স্বেচ্ছায় শ্রম দিয়ে প্রায় ভঙ্গুর দশার সড়কটি সংস্কার করেন। এসে স্বস্তি ফিরে এসেছে স্থানীয়দের মধ্যে।
ওই সড়ক সংলগ্ন রকমারি পণ্যের দোকানদার আব্দুর রাজ্জাক জানান, সংস্কারের অভাবে সড়কটি বড় বড় গর্তে পরিণত হয়। স্বল্প বৃষ্টিতে পানি জমে থাকত। এখন সংস্কার হওয়ায় আমরা খুশি।
ভ্যানচালক আমানত আলী জানান, এই সড়ক দিয়ে ভ্যান চালাতে খুব কষ্ট হতো। অনেক সময় বহন করা মালামাল গর্তে পড়ে নষ্ট হয়ে যেত। সড়কটি সংস্কার হওয়ায় তিনি ওই যুবদল নেতাকে ধন্যবাদ জানান।
জেলা যুবদলের সদস্য সচিব হাসান আলী জানান, লালমনিরহাট যুবদল সব সময় জনহিতকর কাজ করে আসছে। এরই মধ্যে আমরা নিজ খরচে এবং নিজেরাই শ্রম দিয়ে ব্রিজ ও বাঁশের সাঁকো করে দিয়েছি। এরই ধারাবাহিকতায় যুবদল নেতা রিপন স্বেচ্ছায় খানাখন্দে ভরা সড়ক সংস্কার করেছেন। এজন্য জেলা যুবদল তাকে ধন্যবাদ জানাচ্ছে।
মন্তব্য করুন