কক্সবাজারের উখিয়া থেকে নিখোঁজের চারদিন পর নুরুল আবছার (১৫) নামের টমটম (ইজিবাইক) চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উখিয়ার ইনানী রয়েল টিউলিপের দক্ষিণ পাশে তার মরদেহ পাওয়া গেছে।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, নুরুল আবছার টমটমচালক। সে গত চারদিন আগে টমটম চালাতে গিয়ে নিখোঁজ হয়। পরে তার পরিবার বিভিন্ন জায়গায় খোঁজ করে। সোমবার তাদের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশের একটি টিম সন্ধ্যার দিকে ইনানী রয়েল টিউলিপের দক্ষিণ পাশের এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে।
মন্তব্য করুন