মো. আমানুল্লাহ আমান, ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৩, ০২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে ঝুঁকিপূর্ণ প্রাথমিক ভবনে পাঠদান, আতঙ্কে শিক্ষার্থীরা

জয়পুরহাটের শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পলেস্তারা খসে পড়েছে। ছবি : কালবেলা
জয়পুরহাটের শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পলেস্তারা খসে পড়েছে। ছবি : কালবেলা

ভবনের বাইরে চকচক করলেও ভিতরে কোথাও কোথাও উঠে গেছে দেয়ালের রং, খসে পড়ছে পলেস্তারা, বেরিয়ে গেছে ছাদের জরাজীর্ণ রড। ফাটল দেখা দিয়েছে দেয়াল, ছাদ, পিলার ও বিমে। কিন্তু কোনো উপায় না থাকায় ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে শিক্ষার্থীদের পাঠদান। এমন চিত্র জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নে ধামশুন্ডার শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।

সরেজমিনে দেখা যায়, ধামশুন্ডা শিবপুর গ্রামের ভিতরে এক বিশাল পুকুরের পাড় ঘেঁষে বিদ্যালয়টি। বিদ্যালয় চত্বরের পশ্চিম দিকে একটিমাত্র ভবনই গ্রামের সড়কঘেঁষা। ভবনটির চার কক্ষের মধ্যে তিনটিতে চলে পাঠদান। বাকি একটি কক্ষে বসেন প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা। শিক্ষার্থীদের সংখ্যার তুলনায় ক্লাসরুম অর্ধেক এবং রুমগুলো যথেষ্ট সংকীর্ণ। যার জন্য দুই শিফটে পাঠদান করতে হয়। যা শিক্ষকদেরও মানসিক চাপ বাড়িয়ে দেয়। ভবনটির বাইরে চকচক করলেও কোথাও কোথাও দেয়ালের রঙের প্রলেপ উঠে গেছে অনেক আগেই। প্রায়ই খসে পড়ে পলেস্তারা, বেরিয়ে গেছে ছাদের জরাজীর্ণ রডও। শ্রেণিকক্ষের মেঝের কোথাও কোথাও উঠে গেছে ঢালাই। ফাটল দেখা গেছে ভবনের দেয়াল, ছাদ, পিলার ও বিমে। বিদ্যালয়টির ছাত্র ও ছাত্রীদের জন্য নেই কোনো ওয়াশরুম, একটিমাত্র পায়খানা সেটিও মূল ভবন থেকে অদূরে, পুকুরের পাড়ে অবস্থিত। আবার সেখানে যাওয়ার ভালো রাস্তাও নেই। যে কারণে শিক্ষার্থীরা সেখানে যেতে ভয় পায়। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের একমাত্র ব্যবহৃত পায়খানাটি অনেক সময় বাধ্য হয়েই শিক্ষার্থীদের ব্যবহার করতে দিতে হয়।

বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাস্তুরা তাসনিম বলেন, এই ক্লাসে মাঝে মাঝে আমাদের ওপর ছাদের পালেস্তারা খুলে পড়ে। ক্লাস করতে আমাদের অনেক ভয় করে। ক্লাসে মনোযোগ দিতে পারি না।

বিদ্যালয় সূত্রে জানা যায়, ধামশুন্ডা শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৭২ সালে প্রতিষ্ঠা করা হয়। সরকারি করণ করা হয় ১৯৮৫ সালে। বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা ১৭৯ জন। এর মধ্যে ছাত্রী ১০৯ জন এবং ছাত্র ৭০ জন। প্রধান শিক্ষকসহ শিক্ষক আছেন ৫ জন।

ভবন প্রসঙ্গে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং স্থানীয় ইউপি সদস্য আবু হাসান বলেন, ‘বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের জন্য আমি হুইপ সাহেবকে (স্থানীয় সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন) অনেকবার বলেছি ও যাবতীয় তথ্যও দিয়েছি। মন্ত্রণালয়েও বহুবার যোগাযোগ করেছি কিন্তু সুফল পাইনি। একটি নতুন ভবনের খুবই প্রয়োজন। এই বিদ্যালয়ে শিক্ষার্থী পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা।

আব্দুল করিম নামের এক অভিভাবক বলেন, ওই বিদ্যালয়ে আমার দুই সন্তানই পড়াশোনা করে। ‘বিদ্যালয়ের ভবন এমন ঝুঁকিপূর্ণ হওয়ায় সন্তানদের পড়তে পাঠিয়ে আতঙ্কে থাকি। দীর্ঘদিন পেরিয়ে গেলেও বিদ্যালয়ের নতুন ভবন করা হচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে সন্তানকে অন্য বিদ্যালয়ে বদলি করা ছাড়া উপায় থাকবে না। ভবন ঝুঁকিপূর্ণ হওয়ায় শিক্ষার্থীদের নিয়ে অভিভাবকদের মতো শিক্ষকেরাও উদ্বিগ্ন। তবে কোনো বিকল্প নেই তাদের।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজিম উদ্দিন বলেন, একদিকে শ্রেণিকক্ষের স্বল্পতার জন্য শিক্ষার্থীদের গাদাগাদি করে বসতে হয়। যার জন্য পাঠদান ব্যাহত হয়। অপরদিকে ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। পাঠদানের সময় প্রায়ই বাচ্চাদের সামনেই পলেস্তারা খুলে পড়ে। এতে বাচ্চারা ভয় পেয়ে যায়। আবার ভবনে বাচ্চাদের জন্য কোনো ওয়াশরুম না থাকায় বাচ্চারা অনেক সময় ক্লাসরুমেই নোংরা করে ফেলে।

প্রধান শিক্ষক তোজাম্মেল হোসেন তালুকদার কালবেলাকে বলেন, বিদ্যালয়ের ভবন কয়েক বছর ধরে জরাজীর্ণ অবস্থায় পরিণত হয়েছে। ভবনটির ছাদের পলেস্তারা প্রায়ই শিক্ষক ও শিক্ষার্থীদের উপরে খুলে পড়ে। বিকল্প উপায় না থাকায় বাধ্য হয়েই শিক্ষার্থীদের এ ভবনে পাঠদান করা হচ্ছে। নতুন ভবন প্রাপ্তির জন্য বারবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর লিখিত দিয়েছি।

বিদ্যালয়টির বিষয়ে ক্ষেতলাল উপজেলা শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক কালবেলাকে বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক একটি লিখিত দিয়েছে। ওটা আমরা আমলে নিয়েছি। শিক্ষা কমিটির রেজুলেশন নিয়ে পাঠিয়ে দিবো। নতুন যেসব ভবন হবে সেগুলোর মধ্যে ওটাও থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান নিয়ে পদ হারালেন মাসুদ

সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়ে ফুটবল দুনিয়াকে চমকে দেওয়া কে এই নারী ফুটবলার?

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

পলোগ্রাউন্ড ময়দানে ভাষণ দেবেন তারেক রহমান / ‘স্মরণকালের সবচেয়ে বড়’ মহাসমাবেশ আয়োজনে প্রস্তুত চট্টগ্রাম

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচার, এলাকায় চাঞ্চল্য

টিভিতে আজকের যত খেলা

মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সামরিক সম্পদ সরাচ্ছে যুক্তরাষ্ট্র

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

যশোরে পোস্টাল ব্যালটে ভোট দিবেন ১২৯ কারাবন্দি

রাজধানীতে আজ কোথায় কী

১০

তারেক রহমানের বরিশাল সফরের নতুন তারিখ ঘোষণা

১১

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১২

ট্যুর ভাতাসহ চাকরি দিচ্ছে আকিজ বশির গ্রুপ

১৩

২৪ ঘণ্টা গ্যাসের চাপ কম থাকবে যেসব এলাকায় 

১৪

মুসলিম ব্রাদারহুড / ইইউকে চাপ দিচ্ছে ফ্রান্স

১৫

আজ ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৬

ভোট চুরি ঠেকাতে যে বার্তা দিলেন রুমিন ফারহানা

১৭

২৪ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৮

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৯

বাংলাদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতেই হবে : সাকি

২০
X