ব্রাহ্মণবাড়িয়ার কালিসীমা এলাকায় ঝড়ে রেললাইনে ভেঙে পড়া গাছ সরানো হয়েছে। এতে দুই ঘণ্টা পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে উদ্ধারকাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো. জসিম উদ্দিন জানান, রেলপথ বিভাগের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে রেললাইন থেকে গাছ সরিয়ে নেয়। এতে প্রায় দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। পরে আটকে থাকা ট্রেনগুলো নির্দিষ্ট গন্তব্যস্থলে ছুটে যায়।
এর আগে সন্ধ্যার ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কালিসীমা এলাকায় ঝড়ে একটি গাছ ভেঙে রেললাইনের ওপর পড়ে। এতে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ ছিল।
মন্তব্য করুন