

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে হরতালের সমর্থনে মশাল মিছিল করেছেন বিএনপির নেতাকর্মীরা। শনিবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে হিজলতলী এলাকার বংশাই ব্রিজ থেকে মশাল মিছিলটি শুরু হয়। এ সময়ে পুলিশের উপস্থিতি টের পেয়ে ছত্রভঙ্গ হয়ে যান নেতাকর্মীরা।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান মশাল মিছিলের নেতৃত্ব দেন। অন্যদের মধ্যে মশাল মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি হেলাল উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক তপন খান, কালিয়াকৈর পৌর যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদিনসহ বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, বিএনপির মশাল মিছিলের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা মহাসড়কে উঠার আগেই মশাল ফেলে পালিয়ে যান।
মন্তব্য করুন