আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম তুলেছেন ১৪ জন নেতা।
নেত্রকোনা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের যে ১৪ জন মনোনয়নপ্রত্যাশী মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন তারা হলেন- বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য বাবু অসীম কুমার উকিল, সাবেক সংসদ সদস্য, ডাকসুর সাবেক ছাত্র ও মিলনায়তনবিষয়ক সম্পাদক ও নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি মঞ্জুর কাদের কোরাইশী, কেন্দুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ইফতিকার উদ্দিন তালুকদার পিন্টু, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান নূরুল ইসলাম, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও কৃষক লীগের সাবেক কেন্দ্রীয় নেতা সামসুল কবির খান, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ও বাংলাদেশের আওয়ামী লীগের সহসম্পাদক অ্যাডভোকেট আব্দুল মতিন, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মিয়া মোহাম্মদ শফিক, নেত্রকোনা জেলা কৃষক লীগের সাবেক সভাপতি কেশব রঞ্জন সরকার, আটপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী খায়রুল ইসলাম, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও আওয়ামী লীগের সাবেক সহসম্পাদক আলমগীর হাসান, কেন্দুয়া পৌরসভার সাবেক মহিলা কমিশনার আজেদা কানিজ, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য আমিরুল ইসলাম তুষার, লন্ডন আওয়ামী যুবলীগের ইমিগ্রেশন সম্পাদক ব্যারিস্টার জহুরুল ইসলাম, নেত্রকোনা জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সম্মানিত সদস্য মিজানুর রহমান মিজান।
মন্তব্য করুন