আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় ২ আসনে নৌকার মাঝি হতে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন তিন নেতা। এর মধ্যে রয়েছেন বর্তমান রেলমন্ত্রী, উপজেলা চেয়ারম্যান ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা। শেষ মুহূর্তে দলীয় টিকিট নিশ্চিত করতে জোর তৎপরতা চালাচ্ছেন মনোনয়নপ্রত্যাশী নেতারা।
দেবীগঞ্জ ও বোদা উপজেলার সমন্বয়ে গঠিত পঞ্চগড় ২ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি ও রেলপথমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। এ আসন থেকে তিনি একাধারে ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেক চিশতী এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপ কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব) ডা. মো. শাহজাহান দলীয় মনোনয়নপত্র জমা দিয়েছেন।
দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালেক চিশতি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যারা ত্যাগী, দলের দুঃসময়ে পাশে ছিলেন তাদের মূল্যায়ন করবেন। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করে আসছি, আশা করছি জননেত্রী শেখ হাসিনা আমাকে মূল্যায়ন করবেন এবং মনোনয়ন দেবেন।
সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ও আওয়ামী লীগের কেন্দ্রীয় তথ্য ও গবেষণাবিষয়ক উপকমিটির সদস্য ডা. মো. শাহজাহান বলেন, ছাত্রজীবন থেকেই ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলাম। চাকরিজীবন থেকে দেবীগঞ্জ-বোদার মানুষের পাশে ছিলাম। বহু মানুষের চাকরির ব্যবস্থা করে দিয়েছি। চাকরি থেকে অবসরের পর থেকে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। বর্তমানে কেন্দ্রীয় কমিটিতে রয়েছি। মনোনয়ন পাওয়ার বিষয়ে আমি আশাবাদী।
অন্যদিকে মনোনয়নের দৌড়ে এগিয়ে থাকা বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. নূরুল ইসলাম সুজনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এদিকে বৃহস্পতিবার (২৩ নভেম্বর) আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুরের ও রাজশাহী বিভাগের মোট ৭২টি আসনে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন কারা পেলেন তা জানানো হবে।
মন্তব্য করুন