রাজশাহীর পদ্মা নদীতে ৫৪ কেজি ওজনের একটি বাঘাইড় ধরা পড়েছে। শুক্রবার (২৪ নভেম্বর) সকালে মাছটি স্থানীয় এক ব্যবসায়ী ৫০ হাজার টাকায় কিনে নেন। এর আগে বৃহস্পতিবার রাতে জেলে শাহ জামালের জালে মাছটি ধরা পড়ে। শাহ জামাল বলেন, সন্ধ্যায় নগরীর পাশে পদ্মা নদীতে জাল ফেলি। প্রায় চার ঘণ্টা পর মাছটি জালে আটকা পড়ে। সকালে স্থানীয় ব্যবসায়ী বজলুর রহমান মাছটি ৫০ হাজার টাকায় কিনে নিয়েছেন।
স্থানীয় মাছ ব্যবসায়ী বজলুর রহমান বলেন, সকালে মাছটি বাজারে নিয়ে এলে আমি ৫০ হাজার টাকা দিয়ে কিনে নিয়েছি। তারা মাছটি ঢাকায় নিয়ে যেতে চেয়েছিলেন। শ্যামপুর বালুঘাটের লোকজন নিজেরা একটু লাভ দিয়ে মাছটি কিনে ভাগবাটোয়ারা করে নিয়েছেন।
মন্তব্য করুন