মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুগাছ রেলস্টেশনে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের শর্টহুড লাইটের সমস্যার কারণে সাড়ে ৩ ঘণ্টা সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ থাকার পর রাত ৯টায় পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
জানা গেছে, সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী পারাবত এক্সপ্রেস কমলগঞ্জের ভানুগাছ রেলস্টেশনে আসলে সন্ধ্যা ৫টা ৪০ মিনিটে ট্রেনের ইঞ্জিনের শর্টহুড লাইট বিকল হয়ে পড়ে। এর ফলে সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর রাত ৯টায় উদ্ধারকারী ইঞ্জিন এসে পারাবত এক্সপ্রেসকে টেনে নিয়ে যায়।
ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ বলেন, সন্ধ্যায় পারাবত এক্সপ্রেস ভানুগাছ রেলস্টেশনে আসলে ইঞ্জিনের লাইট বিকল হয়ে পড়ে। কুলাউড়া থেকে বিকল্প ইঞ্জিন নিয়ে আসলে রাত ৯টায় রেলযোগাযোগ স্বাভাবিক হয়।
মন্তব্য করুন