টাঙ্গাইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। পৌর এলাকার চর কাগমারার পণ্ডিতপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রোববার (২৬ নভেম্বর) এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইফুল ইসলাম।
শিশুরা হলো পৌর এলাকার চর কাগমারার আব্দুল ওহাবের মেয়ে অরছেনাদ (৫) ও জাহাঙ্গীর আলমের ছেলে ইহান (৪)। তারা দুজন চাচাতো ভাই-বোন।
স্বজনরা জানান, দুজনকে দেখতে না পেয়ে খোঁজ করা শুরু করেন পরিবারের সদস্যরা। পরে পাশের পুকুরে ভাসতে দেখে তাদের উদ্ধার করা হয়। এরপর দুজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক তাদেরকে মৃৃৃত ঘোষণা করেন।
মন্তব্য করুন