বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬, ১৬ মাঘ ১৪৩৩
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

আবারও নৌকার মাঝি মাশরাফি, এলাকায় আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ

মাশরাফির মনোনয়ন পাওয়ার খবরে তার নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ। ছবি : কালবেলা
মাশরাফির মনোনয়ন পাওয়ার খবরে তার নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ। ছবি : কালবেলা

নড়াইল- ২ (নড়াইল সদরের আংশিক-লোহাগড়া) আসনে দ্বিতীয়বারের মতো নৌকার মাঝি হলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মর্তুজা। রোববার ( ২৬ অক্টোবর) বিকেলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আনুষ্ঠানিকভাবে ২৯৮ সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেন। নড়াইল- ২ আসনে নৌকার প্রার্থী হিসেবে মাশরাফির নাম ঘোষণা করার সঙ্গে সঙ্গে তার নির্বাচনী এলাকা নড়াইল-লোহাগড়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা বাদ্যযন্ত্রসহকারে আনন্দ মিছিল বের করে। এ সময় অনেক নেতাকর্মীকে সমর্থকদের মধ্যে মিষ্টি বিতরণ করতে দেখা যায়।

মাশরাফি বিন মর্তুজা ১৯৮৩ সালের ৫ অক্টোবর চিত্রা পাড়ের নড়াইলে জন্মগ্রহণ করেন। চিত্রা পাড়ে বেড়ে উঠা দুরন্ত মাশরাফি এলাকায় ‘কৌশিক’ নামেই পরিচিত। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ (নড়াইল সদরের আংশিক-লোহাগড়া) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

মাশরাফি বাংলাদেশের জনপ্রিয় একজন ক্রিকেটার ও তরুণ রাজনীতিবিদ। দেশের ক্রিকেটের ইতিহাসে মাশরাফি বিন মুর্তজাকে বাংলাদেশ ক্রিকেট দলের একজন ‘সফল অধিনায়ক’ হিসেবে বিবেচনা করা হয়। ২০১৮ সালে রাজনীতিতে নেমেও তিনি ছক্কা হাকিয়েছেন, এজন্য এলাকায় রয়েছে তার ব্যপক জনপ্রিয়তা।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে মাশরাফি সাংসদ নির্বাচিত হওয়ার পর তিনি তার আসনের প্রত্যেক ইউনিয়নে ‘জনতার মুখোমুখি জনতার সেবক’ নামে জবাবদিহিতামূলক একটা অনুষ্ঠানের আয়োজন করেন। সেই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল এমপি হিসেবে তিনি এলাকায় কতটুকু উন্নয়ন করেছেন এবং জনগণের কল্যাণে কতটুকু কাজ করতে পেরেছেন- তার জবাবদিহিতা। ব্যতিক্রম ‘জনতার মুখোমুখি জনতার সেবক’ এ অনুষ্ঠান কর্মসূচির মাধ্যমে তিনি সারাদেশে সাড়া ফেলে দেন। গত ৫ বছরে এমপি মাশরাফি তার এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করেছেন এবং অনেক কাজ এখনো প্রক্রিয়াধীন রয়েছে। যেটি তার নির্বাচনী আসনে স্বাধীনতার পর থেকে সর্বোচ্চ উন্নয়নমূলক কাজ বলে সচেতন মহলের অভিমত।

আওয়ামী লীগ সরকারের ধারাবাহিক উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি নড়াইল-২ আসনে একইভাবে ধারাবাহিক উন্নয়ন কর্মকাণ্ড সাধিত হয়েছে বলে এলাকায় তিনি সবার কাছে মানবিক এমপি হিসেবে গণ্য হয়েছেন। করোনাকালে তিনি দলীয় নেতাকর্মীদের পাশাপাশি এলাকার অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন। বারবার শারীরিক প্রতিবন্ধকতার মাঝেও বাংলাদেশ ক্রিকেট দলকে যেমন তার সর্বোচ্চটুকু দিয়েছেন, তেমনি এমপি হওয়ার পর থেকে নড়াইলবাসীকে তার সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছেন।

এর আগে বিকালে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের আগে নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের ক্রিকেটার 

দেশের স্বার্থ রক্ষায় একমাত্র দল হলো বিএনপি : মির্জা আব্বাস

রাতে বিচারকের বাসায় ককটেল হামলা 

ফরিদপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীর ওপর হামলার অভিযোগ

ইসলামের নামে ধোঁকা দেওয়া সহ্য করবে না মানুষ : ১২ দলীয় জোট 

ভোটে সহিংসতার দায় আ.লীগের কেন, ব্যাখ্যা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপির আরও ১১ নেতাকে বহিষ্কার

চবির নতুন ডিনকে আ.লীগপন্থি দাবি করে জাতীয়তাবাদী ফোরামের ক্ষোভ

ভারতের কূটনীতিকদের পরিবার সরানোর কোনো কারণ খুঁজে পাই না : পররাষ্ট্র উপদেষ্টা

বৃহস্পতিবার যেসব এলাকায় ১২ ঘণ্টা গ্যাস থাকবে না

১০

ভিসানীতিতে পরিবর্তন, যুক্তরাষ্ট্রে ভারতীয়দের জন্য বড় ধাক্কা

১১

বিএনপির ৪ নেতার পদত্যাগ

১২

কবে পদত্যাগ করবেন, জানালেন ডাকসুনেতা সর্বমিত্র চাকমা

১৩

সংঘর্ষে জামায়াত নেতা রেজাউল করিম নিহত

১৪

আর কোনো স্বৈরাচার না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে : আসিফ মাহমুদ

১৫

বৃষ্টি নিয়ে নতুন বার্তা

১৬

কে এই তামিম রহমান?

১৭

চাঁদে আঘাত হানতে পারে গ্রহাণু, পৃথিবীতে ভয়াবহ উল্কাবৃষ্টির আশঙ্কা

১৮

বাঞ্ছারামপুর উপজেলা সার্ভেয়ার সমিতির নতুন কমিটি / সভাপতি আব্বাস, সম্পাদক নুরুল আমিন

১৯

ড্যাফোডিলের ১৩তম সমাবর্তনে চার হাজার শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান

২০
X