লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৩, ০৭:৪১ পিএম
অনলাইন সংস্করণ

আবারও নৌকার মাঝি মাশরাফি, এলাকায় আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ

মাশরাফির মনোনয়ন পাওয়ার খবরে তার নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ। ছবি : কালবেলা
মাশরাফির মনোনয়ন পাওয়ার খবরে তার নির্বাচনী এলাকায় আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ। ছবি : কালবেলা

নড়াইল- ২ (নড়াইল সদরের আংশিক-লোহাগড়া) আসনে দ্বিতীয়বারের মতো নৌকার মাঝি হলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মর্তুজা। রোববার ( ২৬ অক্টোবর) বিকেলে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আনুষ্ঠানিকভাবে ২৯৮ সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেন। নড়াইল- ২ আসনে নৌকার প্রার্থী হিসেবে মাশরাফির নাম ঘোষণা করার সঙ্গে সঙ্গে তার নির্বাচনী এলাকা নড়াইল-লোহাগড়ায় দলীয় নেতাকর্মী ও সমর্থকরা বাদ্যযন্ত্রসহকারে আনন্দ মিছিল বের করে। এ সময় অনেক নেতাকর্মীকে সমর্থকদের মধ্যে মিষ্টি বিতরণ করতে দেখা যায়।

মাশরাফি বিন মর্তুজা ১৯৮৩ সালের ৫ অক্টোবর চিত্রা পাড়ের নড়াইলে জন্মগ্রহণ করেন। চিত্রা পাড়ে বেড়ে উঠা দুরন্ত মাশরাফি এলাকায় ‘কৌশিক’ নামেই পরিচিত। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ (নড়াইল সদরের আংশিক-লোহাগড়া) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

মাশরাফি বাংলাদেশের জনপ্রিয় একজন ক্রিকেটার ও তরুণ রাজনীতিবিদ। দেশের ক্রিকেটের ইতিহাসে মাশরাফি বিন মুর্তজাকে বাংলাদেশ ক্রিকেট দলের একজন ‘সফল অধিনায়ক’ হিসেবে বিবেচনা করা হয়। ২০১৮ সালে রাজনীতিতে নেমেও তিনি ছক্কা হাকিয়েছেন, এজন্য এলাকায় রয়েছে তার ব্যপক জনপ্রিয়তা।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে মাশরাফি সাংসদ নির্বাচিত হওয়ার পর তিনি তার আসনের প্রত্যেক ইউনিয়নে ‘জনতার মুখোমুখি জনতার সেবক’ নামে জবাবদিহিতামূলক একটা অনুষ্ঠানের আয়োজন করেন। সেই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল এমপি হিসেবে তিনি এলাকায় কতটুকু উন্নয়ন করেছেন এবং জনগণের কল্যাণে কতটুকু কাজ করতে পেরেছেন- তার জবাবদিহিতা। ব্যতিক্রম ‘জনতার মুখোমুখি জনতার সেবক’ এ অনুষ্ঠান কর্মসূচির মাধ্যমে তিনি সারাদেশে সাড়া ফেলে দেন। গত ৫ বছরে এমপি মাশরাফি তার এলাকায় অনেক উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করেছেন এবং অনেক কাজ এখনো প্রক্রিয়াধীন রয়েছে। যেটি তার নির্বাচনী আসনে স্বাধীনতার পর থেকে সর্বোচ্চ উন্নয়নমূলক কাজ বলে সচেতন মহলের অভিমত।

আওয়ামী লীগ সরকারের ধারাবাহিক উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি নড়াইল-২ আসনে একইভাবে ধারাবাহিক উন্নয়ন কর্মকাণ্ড সাধিত হয়েছে বলে এলাকায় তিনি সবার কাছে মানবিক এমপি হিসেবে গণ্য হয়েছেন। করোনাকালে তিনি দলীয় নেতাকর্মীদের পাশাপাশি এলাকার অসহায় ও খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন। বারবার শারীরিক প্রতিবন্ধকতার মাঝেও বাংলাদেশ ক্রিকেট দলকে যেমন তার সর্বোচ্চটুকু দিয়েছেন, তেমনি এমপি হওয়ার পর থেকে নড়াইলবাসীকে তার সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছেন।

এর আগে বিকালে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরুর মাংসে হাড়-চর্বি বেশি দেওয়ায় সংঘর্ষ

‘বিএনপি ছাড়া দেশে শান্তি আসবে না’

এক ইলিশ ১০ হাজার টাকা

ভাতের হোটেলের পাওনা চাওয়ায় গুলি

ব্যক্তি স্বার্থে দলকে ব্যবহার করা যাবে না : সেলিমুজ্জামান

‘জনগণের অধিকার ও মৌলিক চাহিদা নিশ্চিত করতে কাজ করছে বিএনপি’

নিউইয়র্কের প্রবাসীদের এনআইডি কার্যক্রমের উদ্বোধন

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর

ফের জামায়াতের সমালোচনা করলেন হেফাজত আমির

জবি ক্যাম্পাসে ছাত্রদল নেতা হাসিবুলের প্রথম জানাজা সম্পন্ন

১০

গণতন্ত্রে উত্তরণে বিশ্বের সমর্থন পাওয়া গেছে : মির্জা ফখরুল

১১

আমরা পা ছেড়ে মাথার রগে ফোকাস করছি, মজার ছলে সর্ব মিত্র

১২

নাটকীয় ম্যাচ জিতে টাইগারদের সিরিজ জয়

১৩

জবি ছাত্রদল নেতার মৃত্যুতে হাসপাতালে ভিপি সাদিক কায়েম

১৪

হঠাৎ খিঁচুনিতে জবি ছাত্রদল নেতার মৃত্যু

১৫

আবারও ইনজুরিতে ইয়ামাল

১৬

ঈদগাহের নামকরণ নিয়ে দ্বন্দ্ব, দুই গ্রামবাসীর সংঘর্ষ

১৭

খুলনায় ছেলের হাতে বাবা খুন

১৮

চাকসু নির্বাচন / ১৫ সেকেন্ডে দিতে হবে ১ ভোট

১৯

‘ভোটের অধিকার না থাকায় শ্রমজীবীরা বেশি অমর্যাদার শিকার’

২০
X