

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাবনার চাটমোহরে বিএনপির আরও চার নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারাদেশ ঘোষণা করা হয়। বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন চাটমোহর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মো. হাসাদুল ইসলাম হীরা। এর আগে একই অভিযোগে বহিষ্কার হন তার চাচা, সাবেক সংসদ সদস্য কে. এম. আনোয়ারুল ইসলাম।
প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, বহিষ্কৃত অন্য নেতারা হলেন—চাটমোহর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. তৌহিদুল ইসলাম তাইজুল, চাটমোহর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আসাদুজ্জামান লেবু এবং চাটমোহর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. আরিফুল ইসলাম আরিফ।
জানা গেছে, চাটমোহর উপজেলা বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে চাচা কে. এম. আনোয়ারুল ইসলাম ও ভাতিজা মো. হাসাদুল ইসলাম হীরা ভিন্ন দুটি গ্রুপের নেতৃত্ব দিয়ে আসছিলেন। আনোয়ারুল ইসলাম ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য। অন্যদিকে হাসাদুল ইসলাম হীরা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) আসনে দুজনই বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। একই আসনে বিএনপির আরেক মনোনয়নপ্রত্যাশী ছিলেন কৃষক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী হাসান জাফির তুহিনকে মনোনয়ন দেওয়া হলে কে. এম. আনোয়ারুল ইসলাম দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। এ কারণে গত ২১ জানুয়ারি তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়।
এর ছয় দিন পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ভাতিজা হাসাদুল ইসলাম হীরাসহ আরও চার নেতাকে বহিষ্কার করা হলো। চাচা-ভাতিজা উভয়ের বহিষ্কারের ঘটনায় পাবনা-৩ আসনের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।
মন্তব্য করুন