দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-১ (জুড়ী-বড়লেখা) নির্বাচনী এলাকায় তৃণমূল বিএনপির মনোনয়ন পেয়েছেন আনোয়ার হোসেন মঞ্জু।
রোববার (২৬ নভেম্বর) রাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মহাসচিব তৈমুর আলম খন্দকার স্বাক্ষরিত মনোনয়নপত্র তার হাতে তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন তৃণমূল বিএনপির চেয়ারপার্সন শমসের মবিন চৌধুরী বীরবিক্রম, তৃণমূল বিএনপির নির্বাহী চেয়ারপার্সন ব্যারিস্টার অন্তরা সেলিমা হুদা, তৃণমূল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারপার্সন মেজর (অব.) ডা. শেখ হাবিবুর রহমান, তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাড. তৈমূর আলম খন্দকার, তৃণমূল বিএনপির কো-চেয়ারপার্সন কে এ জাহাঙ্গীর মাজমাদার প্রমুখ।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তৃণমূল বিএনপির মনোনয়ন কেনায় মৌলভীবাজারের জুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন ওরফে মঞ্জুকে বহিষ্কার করা হয়।
শুক্রবার (২৪ নভেম্বর) মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জি এম মোক্তাদির ও সাধারণ সম্পাদক আহমেদ আহাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের নির্দেশনা অমান্য করায় ও সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে জুড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হলো।
মন্তব্য করুন