নৌকা প্রতীক নিয়ে নিজ নির্বাচনী এলাকায় ফিরে ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন মাগুরা-২ আসন থেকে ৪ বার নির্বাচিত সংসদ সদস্য, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, এমপি।
মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে ঢাকা থেকে মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে প্রবেশ করলে দলীয় নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের মানুষ তাদের প্রিয় নেতাকে বরণ করে নেন। নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা। এ সময় তিনি নেতাকর্মীদের নিয়ে উপজেলা চত্বরে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নানের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন ড. বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রানা আমির ওসমান, উপজেলা যুবলীগের সভাপতি অধ্যক্ষ জি এম শওকত বিপ্লব রেজা বিকো, উপজেলা ভাইস চেয়ারম্যান বেবী নাজনীন, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুজন শিকদার, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাগর প্রমুখ।
ড. বীরেন শিকদার বলেন, প্রধানমন্ত্রী তার প্রতি আস্থা রাখার জন্য কৃতজ্ঞতা জানাই। এ সময় তিনি তার নির্বাচনী এলাকার নেতাকর্মী ও ভোটারদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি উন্নয়ন ও গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
মন্তব্য করুন