

দীর্ঘ ১৯ বছর পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টা ৫ মিনিটে দলীয় কার্যালয়ে পৌঁছান তিনি।
হাজার হাজার মানুষের ভিড় ডিঙিয়ে তারেক রহমান গাড়ি কার্যালয়ের সামনে আনতে নিরাপত্তা কর্মীদের ভীষণ বেগ পেতে হয়।
এর আগে বিকেল তিনটার দিকে গুলশান অ্যাভিনিউয়ের বাসা থেকে বের হয় তারেক রহমানের গাড়িবহর। নয়াপল্টন সড়কে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে তার গাড়িবহর ধীরগতিতে এগোয়। তারেক রহমানের গাড়ি যখন কার্যালয়ের সামনে পৌঁছায়, তখন নেতাকর্মীরা মুহুর্মুহু করতালি দিয়ে তাদের নেতাকে শুভেচ্ছা জানায়।
দলীয় কার্যালয়ে প্রবেশ করে দোতলায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য আলাদা চেম্বারে যান তারেক রহমান। বিএনপি চেয়ারপারসনের পাশেই এ কক্ষটি নতুনভাবে তৈরি করা হয়েছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য। দলীয় কার্যালয়ে পৌঁছালে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ঢাকা-৪ আসনে ধানের শীষের প্রার্থী ও মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, বিএনপির কেন্দ্রীয় নেতা মাহমুদুর রহমান সুমন, তরিকুল আলম তেনজিং, ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ উপস্থিত ছিলেন। তারেক রহমান সর্বশেষ ২০০৬ সালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসেছিলেন বলে দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান।
জানা গেছে, তারেক রহমান তার কক্ষে অবস্থানকালে দলের নেতাদের পাশাপাশি কার্যালয়ের স্টাফদের সাথেও শুভেচ্ছা ও কুশলাদি বিনিময় করেন। ৩ ঘণ্টার বেশি সময় অফিসে অবস্থান করে রাত সোয়া ৭টার দিকে দলীয় কার্যালয় ত্যাগ করেন তিনি।
দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর গত ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। গতকাল রোববার প্রথম অফিস করেন গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে।
মন্তব্য করুন