শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) আসনের পাঁচবারের সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী টানা সপ্তমবারের মতো আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বুধবার (২৯ নভেম্বর) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার ইলিশায় রিছিলের কাছে এ মনোনয়নপত্র জমা দেন। এর আগে সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে স্থানীয় শহীদ মিনার চত্বরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী ও নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ।
এ ছাড়াও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ বকুলের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক, নকলা ও নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।
মন্তব্য করুন