‎শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০৪:০৮ পিএম
অনলাইন সংস্করণ

সম্পত্তি পেতে ২ ভাতিজা মিলে খুন করে চাচাকে  ‎

গ্রেপ্তার রাকিবুল হাসান ও আতিক হাসান। ছবি : সংগৃহীত
গ্রেপ্তার রাকিবুল হাসান ও আতিক হাসান। ছবি : সংগৃহীত

‎বগুড়ার শেরপুরে ধান ব্যবসায়ী হামিদুল মন্ডল হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। চাচার সম্পত্তি নিজেদের দখলে রাখার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশের তদন্তে উঠে এসেছে।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে নিহতের দুই ভাতিজাকে সন্দেহভাজন হিসেবে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তারা হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করে। পরে তাদের বিরুদ্ধে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। আজ তাদের বগুড়ার আদালতে সোপর্দ করা হয়।

‎গ্রেপ্তাররা হলেন—নিহত হামিদুল মন্ডলের ভাই ফেরদৌস আলীর ছেলে রাকিবুল হাসান ওরফে সিয়াম (১৬) এবং আরেক ভাই গোলাম মোস্তফার ছেলে আতিক হাসান (২১)।

‎পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার (১১ জানুয়ারি) সকালে উপজেলার ভবানীপুর ইউনিয়নের জামালপুর সড়কের পাশে একটি জমি থেকে হামিদুল মন্ডলের মরদেহ উদ্ধার করা হয়। জমিটি নিহতের নিজস্ব ছিল। এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. রাফিয়া বেগম অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে শেরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ‎জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রশি এবং লাশ স্থানান্তরের কাজে ব্যবহৃত মই তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার রাতেই পুলিশ উদ্ধার করে।

‎তদন্তে উঠে আসে, হামিদুল মন্ডল ৩টি বিয়ে করেছিলেন। প্রথম দুই স্ত্রী তালাকপ্রাপ্ত এবং দ্বিতীয় স্ত্রীর পক্ষ থেকে একটি কন্যাসন্তান রয়েছে। তৃতীয় স্ত্রী রাফিয়া খাতুনের গর্ভে সন্তান এলে হামিদুল মন্ডলের প্রায় ১০ বিঘা জমির সম্পত্তিতে ভাগ বসতে পারে, এই আশঙ্কা থেকেই তারা চাচাকে হত্যার পরিকল্পনা করে। ‎পরিকল্পনা অনুযায়ী গত শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে তারা হামিদুল মন্ডলকে বাড়ির পেছনে ডেকে নিয়ে যায়। সেখানে গলায় রশি পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। পরে মইয়ের ওপর করে লাশটি জমিতে ফেলে রেখে আসে তারা।

এ বিষয়ে ‎শেরপুর থানার ওসি মো. ইব্রাহিম আলী বলেন, হত্যাকাণ্ডের পরপরই পুলিশ তদন্ত শুরু করে। নিহতের জানাজা শেষে এক ভাতিজার অস্বাভাবিক আচরণ ও শরীর কাঁপতে থাকার বিষয়টি পুলিশের সন্দেহ সৃষ্টি করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা শেষে জেলহাজতে পাঠানো হয়েছে। ‎

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্সেনালকে হারিয়ে প্রিমিয়ার লিগ জমিয়ে তুলল ম্যানইউ

তৌহিদ হোসেন ও ইসহাক দারের ফোনালাপ

ইয়ামালের অসাধারণ গোলে আবারও লা লিগার শীর্ষে বার্সা

ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রীকে হত্যা করা হয়েছে, দাবি তার ভাইয়ের

কিশোরদের কানে ধরে ওঠবস বিতর্ক, ব্যাখ্যা দিলেন ডাকসুর সর্বমিত্র

বাগেরহাটের ডিসি-এসপিকে ফোন করে হুমকি

বিএনপির জনসভার ১৮টি মাইক, ৫ কয়েল তার চুরি

দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি : রিজভী

সিরাজগঞ্জে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

তারেক রহমানই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবেন :  সালাম

১০

খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই, উদ্বোধন করলেন ড্যাব সভাপতি 

১১

শাকিবের গ্রিন কার্ড পাওয়ার ‘গোপন’ খবর ফাঁস করলেন অমিত হাসান

১২

ইসিকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে হবে : রবিউল

১৩

ঢাবির মাঠে খেলতে আসায় কানে ধরালেন ডাকসুর সর্বমিত্র

১৪

সোমবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৫

তারেক রহমানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই : মঈন খান

১৬

মাদুরোকে গ্রেপ্তারে মার্কিন অভিযানের চাঞ্চল্যকর তথ্য ফাঁস

১৭

‘ভারতীয় প্রক্সি বাহিনীর’ সঙ্গে পাকিস্তানি বাহিনীর তুমুল সংঘর্ষ

১৮

কোনো কোনো দল বলছে আমরা নাকি মানুষকে ধোঁকা দিচ্ছি : তারেক রহমান

১৯

সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে কারা কর্তৃপক্ষের বক্তব্য 

২০
X