জয়পুরহাট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ক্যাম্প-৫ এর সদস্যরা এক অভিযান চালিয়ে জয়পুরহাট জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব মুক্তাদুল হক আদনান (৩৫) ও যুবদল নেতা মহিদুল ইসলাম খান রাজিবকে (৩৭) গ্রেপ্তার করেছে।
বুধবার (২৯ নভেম্বর) বিকেলে জয়পুরহাট পৌর এলাকার হাউজিং স্টেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
র্যাব ক্যাম্প-৫ এর অধিনায়ক মেজর শেখ সাদিক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
র্যাব জানায়, আদনান ও রাজীব বিস্ফোরক আইনে নাশকতার মামলার আসামি। তাদের বিরুদ্ধে অভিযোগ তারা গত ১৮ নভেম্বর রাতে সদর উপজেলার চক দাদড়া ফকিরপাড়া গ্রামের বাইপাস সড়কে পিকঅ্যাপ ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপ করে পিকআপে আগুন দেয়। এতে পিকআপের সামনের অংশ পুড়ে যায়। এ ঘটনায় সদর থানায় বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়। এ মামলার আসামি হিসেবে তাদের গ্রেপ্তার করে র্যাব। আসামিদের জয়পুরহাট সদর থানা পুলিশে সোপর্দ করা হয়েছে।
মন্তব্য করুন