দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে লালমনিরহাট-২ (আদিতমারী, কালীগঞ্জ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বেলা ১২টার দিকে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জহির ইমামের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, কালীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি রেফাজ রাঙ্গা, উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম।
মনোনয়নপত্র জমা শেষে সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ স্থানীয় সাংবাদিকদের বলেন, আদিতমারী-কালীগঞ্জে ব্যাপক উন্নয়ন কাজ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। উন্নয়ন অব্যাহত রাখতে ফের নৌকায় ভোট দিয়ে তাকে জয়যুক্ত করবেন বলে আশা ব্যক্ত করেন তিনি।
কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. শোয়েব সিদ্দিকী বলেন, আদিতমারী ও কালীগঞ্জ উপজেলার ১৬টি ইউনিয়নের ৪ লাখ ২ হাজার ৪৫৩ ভোটার নিয়ে গঠিত লালমনিরহাট-২ আসন।
মন্তব্য করুন